কোরিয়ান মুভি A Moment to Remember(২০০৪) সম্পর্কে জেনেছি সামু থেকেই। ভেবেছিলাম হবে আর কি একটা রোমান্টিক মুভি। রিভিউ গুলোতে একটা কথাই ছিল যে এটা দেখে কান্না আসবে। তখন ভেবেছি আরে রোমান্টিক মুভি দেখে কাঁদার কি আছে। কি এমন প্রেমের কাহিনী যে পানি আসবে চোখে। কিন্তু সেটাই তো ছিল আমার ভুল । সত্যি বলতে প্রায় ৫ বছর পর আবার কাঁদলাম আমি, অঝোরে কান্না যাকে বলে। এমন কেন হয় মানুষের জীবন। যাকে এত ভালবাসা যায়, এক জীবনের সব কিছু যাকে দিয়ে দেয়া যায়, তবু কেন পেয়েও পাওয়া হয়না তাকে। আমরা ভাবি বিয়েটাই প্রেমের সফল পরিণতি, কিন্তু তার পরেও জীবনের বাঁকে বাঁকে কত কিছুই না লুকিয়ে থাকে। বাস্তবতা যে এত ভয়ংকর, নিয়তি যে এত অলংঘনীয় আর ভালবাসা যে এত সুন্দর তা আবারো মনে করিয়ে দিল মুভিটি।
মুভির শুরুটা একটু স্লো, কিন্তু আস্তে আস্তে কাহিনী জমতে থাকে। নায়িকার ভুল মানুষের প্রেমে পড়া, পরিবারের সাপোর্টে আবার নতুন করে জীবন শুরু করা; নায়কের আত্মবিশ্বাস আর পরিশ্রম দিয়ে নিজের স্বপ্নকে সত্যি করা; একসময় দুজনের দেখা হওয়া, ভালবাসার বাঁধনে জড়িয়ে পড়া এভাবেই গল্প বয়ে চলে।
পারিবারিক বাঁধা কে জয় করে একসময় ওরা বিয়েও করে। কিন্তু তারপরেই নিয়তি দেয়াল হয়ে দাঁড়ায় দুজনের মাঝে।
নায়ক আর নায়িকা দুজনের অভিনয়ই এত পারফেক্ট যে মনে হচ্ছিল যেন খুব কাছের কেউ। ছেলেটা যখন চিঠিটা পড়ছিল, আমি বাধ্য হয়েছি পজ করতে, চোখের পানিতে ঝাপসা হয়ে গিয়েছিল মনিটর। যারা এখনো ছবিটি দেখেননি, আমি বলবো মিস করেছেন, ভয়াবহ মিস। ভালবাসা যে কত কষ্টের, কত সুখের আর কত পবিত্র , তা এই মুভি দেখে একবার হলেও অনুভব করবেন।
আমি ডাউনলোড লিন্ক দিলাম না। নিচের রিভিউগুলোতে লিন্ক পাওয়া যাবে :
০। নাফিজ মুনতাসির : ভালোবাসার হতভাগাদের জন্য ১০টি মুভি + ডাউনলোড লিংক
১।অ রণ্য: A Moment to Remember 2004 - John H. Lee
২। দিপ : সম্প্রতি দেখা মুভিগুলো- মাইক্রো রিভিউ সহ ডাউনলোড লিঙ্ক!
৩। আসিফ মুভি পাগলা : ৭টি কোরিয়ান মুভি:বিফলে মূল্য ফেরত
৪. ঘুমরাজ : ২টা চিংচাং (কোরিয়ান) মুভি
৫।মেহরাব শাহরিয়ার: অশ্রু ঝরিয়েছিল যেসব সিনেমা (দ্বিতীয় পর্ব)
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১২ রাত ৮:৩৩