স্বপ্ন, সবারই থাকে। যেমনটি আপনার আছে, আমারও আছে। এই স্বপ্ন নিয়েই কিন্তু বেচে থাকি। কারো কাছে স্বপ্ন হল দুবাইতে অবকাশ যাপন, আর কারো কাছে এক বেলা ভাত। কিন্তু “বেঁচে থাকাই” যদি কারো স্বপ্ন হয়, তবে ব্যাপারটি কেমন হবে?? হাস্যকর শোনাচ্ছে? তাইনা? আচ্ছা, খোলসা করে বলছি।
আমার বন্ধু , নাম নাজনীন। আর আট দশটা মেয়ের মতই স্বাভাবিক স্বপ্ন নিয়ে যে বড় হয়েছে, স্কুলে সবার সাথে হাসি ঠাট্টা, চকলেট কাড়াকাড়ি, চুল ছেঁড়াছিঁড়ি, খুনসুটি- এগুলোই ছিল যার ডেইলি রুটিন। তবে আর যাই করুক, অত্যন্ত মেধাবী ছিল ও। সাফল্যের সাথে এস.এস.সি তে A+ ও পেল, স্বপ্ন সত্যির পথে এক নতুন মাত্রা যোগ হল। মনে নানা জল্পনা কল্পনা নিয়ে ভর্তিও হয়ে গেল ঢাকা কমার্স কলেজে। বন্ধুদের সাথে আড্ডাবাজি,ক্লাস পালিয়ে রেস্টুরেন্টে গিয়ে ইচ্ছে মত গেলা, অসম্ভব আড্ডা মাতিয়ে রাখার ক্ষমতা ছিল ওর, আড্ডার কেন্দ্রবিন্দু থাকতো ও। ইচ্ছে যার স্বাধীন পাখির মত চলার, নিজের পায়ে দাঁড়ানো, নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজের একটা পরিচিতি তৈরি করা, গর্ব করে বলার “আমি মুক্তিযোদ্ধার সন্তান,স্বাধীন দেশে স্বাধীন মেয়ে,সবাই আমাকে এক নামে চিনে”।
স্বপ্নের পথে নতুন মাত্রা যোগ হল যখন এইচ.এস.সি পরীক্ষায় A+ পেল। এবার পালা স্বপ্নটাকে রঙ্গিন করার, সাফল্যের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল, ৪১৩ তম স্থান অধিকার করল ও, বিভাগ পেল বিবিএ(ব্যাংকিং) , ব্যাস আর তার খুশি দেখে কে! রোজ ক্লাসের ফাঁকে বন্ধুদের সাথে হৈ হুল্লোড়ে মেতে উঠত,ক্যান্টিনে বসে ইচ্ছে মত সিঙ্গারা সামুচা, দল বেঁধে ঘুরতে যাওয়া, মানুষকে হাসাতে সে ছিল বড্ড ওস্তাদ।
কিন্তু তার খুশির সমুদ্রে বাঁধ সাধল “ক্যান্সার” নামক দুরারোগ্য ব্যাধি, কোথায় সে এখন ঈদের আনন্দ করবে, সে কিনা এখন দিন গুনছে...
চিকিৎসার জন্য প্রায় ২৫ লক্ষ টাকার প্রয়োজন, এত টাকা জোগাড় করা ওর ফ্যামিলির পক্ষে সম্ভব নয়...
আমরা কি ওর জন্যে সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিতে পারি না? সাহায্য বলতে শুধু অর্থ বোঝাচ্ছি না। যে কোন ধরনের সাহায্য। গতকাল বিজয় সরণির ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো গাড়িগুলো থেকে আমরা ৪ বন্ধু মিলে ২ ঘণ্টায় প্রায় ৫৫০০ টাকা সংগ্রহ করেছি, এমনি আরও অনেকেই বিভিন্ন ভাবে যে যেভাবে পারছে, অর্থ সংগ্রহ করছে । আসুন, আমরা একটা মেধাবির মুখের হাসি ফিরিয়ে দিই...
সাহায্যের জন্য :
Bank Asia.
Holder’s ID : Khondokar mamun.
Account Number :000234016512
Contact Number : 01676396969(JITU)
https://www.facebook.com/SaveNaznin