মুজিব মানে একটি কালো ইতিহাস - ভঙ্গ-ভঙ্গের ঐতিহাসিক খলনেতা/
মুজিব মানে এক স্বৈরশাসক - ধ্বংসের রাজনীতিকদের মাথা//
কেমনে ভুলবে বাঙ্গালী জাতি, তুমিযে কত মহান/
তুমি আন্ধা বাংগালীদের গর্ব, কালের এক মহা শয়তান//
তুমি এলে যবে, রোযা রেখেছিল সবে/
তোমার বিদায়ে জাতি, জুতা দেখিয়েছিল ক্ষোভে//
১৯৭৫ এর ১৫ই আগষ্ট আজও এক মহান দিন/
নির্যাতিত মানুষেরা মুক্তি পেয়েছিল সেদিন//
তুমি নেই, তবুও আছ আমাদের মাঝে/
তোমার রেখে যাওয়া প্রেতাত্মা হাসিনার কাজে মরে আজ জাতি লাজে//
ধর্ষিতা নিস্পাপ নারীদের আত্মচিৎকারে হয়েছে বাতাস ভারী/
নেত্রী নয় এ যেন বাঙ্গালী জাতীর এক কলংকময় মন্ত্রী নারী//
কেমনে ভুলিব হে ভঙ্গ -ভ্েঙ্গর মহা খলনায়ক, তুমি সত্যিই মহান/
তুমি বাংগালী জাতির জন্য হয়ে এসেছিলে এক মহা শয়তান//