বাংলাদেশের গুগল এডওয়ার্ড সার্টিফিকেট অর্জনকারী প্রথম নারী – মুনসেফা আক্তার তৃপ্তি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
দিন দিন অনলাইন মার্কেটিংএ নারীদের অংশগ্রহণ বেড়েই চলছে। বর্তমানে গুগল এডওয়ার্ড, এডসেন্স ইত্যাদি অনেক জনপ্রিয় মার্কেট প্লেস। গুগল এডওয়ার্ড, গুগলের একটি অন্যতম জনপ্রিয় টুলস, যার মাধ্যমে ব্লগে বা ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয়া হয়। গুগল এর উপর বিশেষ দক্ষতা অর্জনকারীরা দুইটি পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করতে পারেন।
গুগল পার্টনার eBiz Elevator বাংলাদেশে এই প্রথম গত ১৮ মে,২০১৪ইং এ গুগল এডওয়ার্ড সার্টিফিকেশন কোর্স চালু করে এবং ১০০% সাফল্যের সাথে কোর্সটি গত ১২ জুলাই,২০১৪ইং এ শেষ হয়। এই কোর্সের আওতায় মোট ১০ জন গুগলের সার্টিফিকেশন অর্জন করেন এর মধ্যে মুনসেফা আক্তার তৃপ্তি একজন । তিনি প্রথম বাংলাদেশের গুগল এডওয়ার্ড সার্টিফিকেট অর্জনকারী নারী ।
মুনসেফা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগে স্নাতকোত্তর এ অধ্যয়নরত । গত ৮ মার্চ, নারী দিবসে বাংলায় প্রথম পূর্ণাঙ নারী বিষয়ক ম্যাগাজিন ‘প্রিয়ন্তি’ দুইজন নারীকে স্কলারশীপ প্রদান বাবদ eBiz Elevator আয়োজিত গুগল এডওয়ার্ড সার্টিফিকেশন কোর্সে প্রশিক্ষণ নেয়ার সুযোগ দান করে । মুনসেফা আক্তার এই স্কলারশীপের আওতায় সাফল্যের সাথে কোর্সটি শেষ করেন এবং বাংলাদেশে প্রথম নারী গুগল এডওয়ার্ড সার্টিফিকেট অর্জনকারী সম্মান অর্জন করেন।
এ ব্যাপারে মুনসেফা আক্তার বলেন, ‘ভাবতে খুবই ভাল লাগছে যে বাংলাদেশে আমি প্রথম গুগল এডওয়ার্ড সার্টিফিকেট অর্জনকারী নারী । আমি সত্যি eBiz Elevator এর কাছে কৃতজ্ঞ আমাকে এমন একটি কোর্সে সুযোগ দান করার জন্য। আমি মনে করি এর মধ্য দিয়ে বাংলাদেশের নারীদের কর্মক্ষেত্রে বিশেষ করে অনলাইন মার্কেটে বিচরণ বেড়ে যাবে। ঘরে বসে সম্মানজনক পেশা হিসেবে এডওয়ার্ড অন্যতম । ক্লাইনটের চাহিদা ও বর্তমান মার্কেটের অবস্থা অনুযায়ী ক্যাম্পেইন সেটআপ করা জরুরী এর আগে অবশ্যই কীওয়ার্ড রিসার্চ করতে হবে। এর পর নিয়মিত অ্যানালাইসিসের মাধ্যমে optimize করতে হবে। এজন্য SEO শেখাও জরুরী’ । তিনি আরও বলেন , অনলাইন মার্কেটিং এর সাথে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠানগুলো মেয়েদের জন্য যদি এমন সুযোগ সৃষ্টি করে তবে অনলাইন মার্কেটে মেয়েরা অনেক দূর এগিয়ে যাবে ।
eBiz Elevator এর কর্ণধার মোঃ আমিনুর রহমান বলেন, “দীর্ঘ ৭ বছরের অনলাইন মার্কেটিং জগতে সবসময়ই ইচ্ছা ছিল, বাতিক্রমি কিছু করার। আর এই সময়টা তে সবচেয়ে বেশি অনুধাবন করেছি, বাংলাদেশে অদিকাংশ ট্রেনিং প্রতিষ্ঠান গুলোর অনলাইন মার্কেটিং এর একেবারেই প্রাথমিক বিষয়গুলো নিয়েই মাতামাতি করতে। ফলস্রতিতে শিক্ষার্থীরা যেমন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত, তেমনি হয়েছে, আশাহত, প্রতারিতও। আর যাদের সামর্থ্য আছে তারা অনলাইন মার্কেটিং এর অ্যাডভান্স বিষয়গুলো তথা গুগল এডওয়ার্ড সার্টিফিকেশন কোর্সের মত বিষয়ে শিখতে ইন্ডিয়া ও সিঙ্গাপুরে পারি জমিয়াছে। এসব চিন্তা ভাবনা থেকেই বাংলাদেশে প্রথম বারের মত গুগল পার্টনার eBiz Elevator বাংলাদেশে প্রথম বারের মত গত ১৮ মে, ২০১৪ইং এ গুগল এডওয়ার্ড সার্টিফিকেশন কোর্স চালু করে। লক্ষ ছিল যারা মার্কেটিং এর অ্যাডভান্স বিষয়গুলো শিখতে চায় তারাদেরকে বাংলাদেশের প্রেক্ষাপটে কম খরছে মান সম্মত শিক্ষা নিশ্চিত করা। পাশাপাশি বাংলাদেশের নারীদের freelancing উৎসাহিত করতে গত ৮ মার্চ, নারী দিবসে বাংলায় প্রথম পূর্ণাঙ নারী বিষয়ক ম্যাগাজিন ‘প্রিয়ন্তি’ দুইজন নারীকে স্কলারশীপ এর মাধমে eBiz Elevator আয়োজিত গুগল এডওয়ার্ড সার্টিফিকেশন কোর্সে প্রশিক্ষণ নেয়ার সুযোগ প্রদান করে । এরই ধারাবাহিকতায় “মুনসেফা আক্তার” বাংলাদেশে প্রথম গুগল এডওয়ার্ড সার্টিফিকেট অর্জনকারী নারী হিসেবে বাংলাদেশের নারীদের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। আমি তাহার উজ্জল ভবিষ্যৎ ও উন্ততি কামনা করিছি। আরও আশা করি তার অর্জিত জ্ঞান দিয়ে সে “অনলাইন মার্কেটিং” জগতে নিজের অবস্থান করে নেবার পাশাপাশি বিশ্বে বাংলাদেশ এর মুখ উজ্জল করবে”।
গত ১৮ জুলাই, ২০১৪ইং এ eBiz Elevator সার্টিফিকেট অর্জনকারীদের সংবর্ধনা প্রদান ও এক ইফতার পার্টির আয়োজন করে। অনুষ্ঠানে অনলাইন মার্কেটিং জগতের সাথে যুক্ত অনেকেই উপস্থিত ছিলেন।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন