তোমার মনে আছে ?
সেই প্রহর-যখন আকাশ আর নীল সমুদ্রটা
এক হলো দিগন্তরেখা...
কখনো হবার নয়-তবু হলো যে !
আমরা তখন দেখছিলাম-সমুদ্রটা একবার নীল
আবার পরক্ষণেই গাঢ় সবুজ !
আমি কিন্তু দেখিনি কিছুই
আমার সমুদ্র তখন যে আমার কাছেই ছিল !
তোমার হাসি আমায় ভাসিয়ে নিচ্ছিল
আমি ভেসে যাচ্ছিলাম তোমার মুগ্ধতায়
তুমি হাসছিলে-আর কেমন মায়া মায়া চোখে তাকাচ্ছিলে !
বাতাস যখন তোমার চুল ছুঁয়ে গেলো
তখুনি আমি ছুঁয়ে দিলাম তোমার আঙুল-
তোমার স্পর্শ !
আমার শরীর এখন বয়ে বেড়ায় তোমার ঘ্রাণ…
উন্মাতাল করা এক নেশায় বুঁদ হয়ে থাকা এই আমি
যেন ভোরের শিশির মোড়ানো পুষ্পকলি…
...আমি মেলতে চাইনা পাপড়িদল …যদি তুমি
ঝরে যাও আমার গা বেয়ে-টুপ করে !
যেমনটা গিয়েছিলে সেদিন...
চলে গেছো বটে…তোমার ঘ্রানে
আজ অব্দি মুড়িয়ে আছি
এই আমি…
...তুমি জানলে না !
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৮