কয়েকটা ফড়িঙ রোদ
প্লাটফর্মে একা ট্রেন—যেন দাঁড়িয়ে থাকা আলপথ
তাকে ধরে ফিরে আসে তোমার বুকের হিরায়েথ,
ইঞ্জিন জুড়ে শব্দের ক্যালিগ্রাফি জানে— ব্রীজের ছায়ার নিচে
নদীও জল দিয়ে বানানো কোন সাঁকো,
যেমন তুমিও...
ছুঁয়ে দিলে, কী ভীষণ হয়ে ওঠো যোগাযোগ!
পরিত্যক্ত চটিজুতো থেকে যেন অবিচ্ছিন্ন তাকিয়ে থাকে
...পায়ের দাগ
চিরহরিৎ শেমিজের ভিতর অকসর কয়েকটা ফড়িঙ রোদ
পেরিয়ে যায় তোমার বয়ঃসন্ধির নাকফুল।
শুভ্র সরকার
ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল
চন্দ্রবিন্দু প্রকাশন
প্রচ্ছদ: সারাজাত সৌম
অমর একুশে বইমেলা, ঢাকা স্টল নং ৪৭১
চট্টগ্রাম বইমেলা স্টল নং ১০
খুলনা বইমেলায় ‘বাক আবৃত্তি অনুশীলন চক্র’ এর স্টলে
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০১