সেলাইয়ের ব্যথা
১
এবং সুঁই আর আঙুলের ব্যবধান জানে—
শুধু সেলাইয়ের ব্যথা।
বিবাহ এমনই নিশুতি অ্যাকুরিয়াম
যেখানে ডুবতে না পেরে ভেসে থাকে পানি
সন্তানসম্ভাবা মাছেদের মুখভর্তি
বসন্তের দাগ...
মায়েরা উড়িয়ে দে'য়া ধানের দিকে, ফেলে রাখে—
...কুলো ভেঙে সদলবলে
মায়েদের বয়স উড়ায় হাওয়া!
২
মূলত: মানুষ এক ডাকঘর!
পোস্টমাস্টারের শার্টের ভিতর, কেউ অসাবধানে
খুলে যায়—
চিঠির অন্যায়…
৩
টাইপরাইটার অবিকল এমন বসন্ত নিয়ে আসে
আমাদের আঙুলের ভাষায়—
শুভ্র সরকার
ছবি এঁকেছেন অমিত মণ্ডল
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৫