নৈশব্দের চে' দীর্ঘ যে আলাপ
'রোদ্দুর' উচ্চারণ করতেই
তুমি অনেকটা দূর চ'লে যাও, নীরু।
গহিন ছায়াবনের আড়ালে— তোমার নথ থেকে
খ'সে পড়ে দীর্ঘশ্বাস।
দখিণা হাওয়ার উঠোন জুড়ে
নিখুঁত বৃত্ত হয়ে অবিরল ঘুরতে থাকে
যার পরিধির কাছে মেঘের স্নান হয়ে রোজ
সশব্দে ঝ'রে পড়ো
তু
মি
প্রস্থানে যতটা নৈশব্দ; তোমার পতনধ্বনি কি তারচে'
দীর্ঘ কোন আলাপ হতে পারে?
কিংবা পাখির ঠোঁটে সীবন করা যে ভ্রমণ সে কি আকাশকে
ভৌগলিক ক'রে তুলতে পারে?
নীরু—
তুমি জানো তারা পারে না।
তবুও
মুখস্থ উপপাদ্যের মতো তুমি মনে পড়ে যাও
মনে পড়ে যায় বিষণ্ণ মায়াবেলা।
মেঘের ভীড়ে তোমার চোখে পালক রঙে আকাশ এসে দাঁড়ালে—
নাচের মুদ্রায় ভেঙে পড়ে পাখির বাগান
আর চতুর্দিক ছড়িয়ে পড়ে তাদের দুঃখ।
যদিও রেখে যাওয়া সকল ডানার শব্দার্থে
ফিরে আসার আনন্দ থাকে।
শুভ্র সরকার
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:০২