মানুষ হয়েও দাস কেন ধর্ম নামক কুহেলিকা
সৃষ্টি তোমার রীতিনীতি হত্যা করে মানবতা।
সময় সদা রয় না থেমে সমাজ বদলে সমাজ গড়া
ধর্ম সেথা ভোল পালটে চলছে ভেদ বৈরিতা।
নরনারীর সৃষ্টি নদী স্রোতহীন শুনে ধর্মকথা
জন্মজ অংশ আজি ধর্ম নিয়েই বাঁচতে শেখা।
হিন্দুমুসলিম হিংসাদ্বেষ জীবনভর চলে দাঙ্গা
বৌদ্ধখ্রীষ্টান স্বর্গনরক পাপপূণ্যের অধিকতা।
গঙ্গায় ভাসে শ্যাওলাকাদা ব্রাহ্মণে কয় মিছেকথা
দাড়ির মাঝেই হারায় ঈমান আরশ কাঁপায় মৌলানা।
ধর্ম রহে বুক চিতিয়ে সৃষ্টিনাশা ভেদ বিদ্য সদা
জাতপাতভেদনীতি শূলে চড়ে মানুষরূপী গাধাবোকা।
মানুষ সবে সবার মাঝে বহে রক্ত লাল রঙা
তবু বিভেদ গড়ছে সদা বাড়ছে ধর্মের হিংস্রধাবা।
ধর্ম হয়ে ধর্ম কাঁদে ধর্মালয়ে চলে ধর্মনাশা
যুক্তি মাঝে ধর্ম হাসে কর্ম মাঝে মুক্তি পাওয়া।
ধর্মজয়ের কাপড় খুলে উড়াই কেতুন মানবতা
ভিন্নভিন্ন ধর্মকথা হারাক প্রথা মিছে জড়তা।
পথে ঘাটে চারিমাঝে বইবে বাতাস সাম্যবতা
মানুষ আমি মানুষ হবো মানুষ হয়েই বাঁচামরা।
ধর্ম তবু শিকড় গাড়ে সহাস্যে বলে কথা
তুমি বড্ডো বোকা বেহায়া মানুষ বাছা।।
আমি নাস্তিক নই।
ধর্মে বিশ্বাস রাখি। যুক্তির আদলে।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৭