somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি কাব্যিক ভ্রমণ কবিতার উঠোন জুড়ে : সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন ফেব্রুয়ারি ২০১৬

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বৃষ্টিধোয়া মাটির গন্ধ শুঁকেছ?
হ্যাঁ তোমাকেই বলছি।
পাঠক?
শুঁকে দেখো।
কবিতা পাবে।।
নিখাদ সুখ। তীব্রগম্ভীর ভালোবোধ।
কবিতারা বর্ষার মতো। শেষ হয়েও হয় না। ভিজিয়ে দেয়। আমার খুব প্রিয়। বর্ষা। কবিতা। তাই কবিতাদের জড়ো করছি। শব্দের সুতোয় অদ্ভুতসুন্দর এক মালাগাঁথা হয়ে গেল কবিতার পাশাপাশি মিলমিশে। প্রতিমাসের মতো ফেব্রুয়ারিতেও সামুর ব্লগারগণ অগণিত কবিতায় ঝংকৃত করেছে ব্লগ প্রাঙ্গণ। কোথাও ছন্দের রাজত্ব তো কোথাও স্বরবৃত্তে ঘোরলাগানিয়া অনুভব। সেখান থেকেই কিছু কবিতা তুলে নিয়েছি। সাজিয়েছি। চেষ্টা করেছি যাতে কবিতাপ্রেমিরা আশাহত না হয়।
শুরুটা রবি ঠাকুরকে দিয়েই ---



প্রহরশেষের আলোয় রাঙা
সেদিন চৈত্রমাস,
তোমার চোখে দেখেছিলাম
আমার সর্বনাশ

||চার অধ্যায়|| রবীন্দ্রনাথ ঠাকুর

কান্ডারি অথর্ব
শক্তপোক্ত দেওয়ালের গাঁথুনির নির্জীবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেদারসে বেড়ে উঠেছে কিছু অজানা ফুল। রঙ তার অজানা। শুধু নাম জানি। কবিতা।
অ্যান্টিলোপ

ডি মুন
কাঠের দরজা। কারুকাজ সাধারণ। অজানা আগ্রহে পাল্লা ধাক্কিয়ে খুঁজে পাই বিস্মিত পৃথিবী।
দুপুর উন্মাতাল

সুমন কর
কবিতারা যেন চুপচাপ। ঠিক হঠাৎ করেই জেঁকে বসে ভেতরটা উল্টেপাল্টে দেয়। সহজিয়া শব্দগুলো সুঁই সুতোর টানে পাঠক মনে অবাক আলপনা করে। জানুয়ারিতে দাদার পোস্ট করা নির্গমন জানান দিয়েছিল রাজপুত্র, তুই এখনো কবিতায় নাবালক।
অণুকাব্য: দুই !

কল্লোল পথিক
কবিতাগুলো গল্প বলে। মন দিয়ে শুনি। ঘুরতে যাই তার শব্দদের সাথে। কখনো নিকানো উঠোন কোণে, কখনোবা ফাগুনের কোন সুরেলা বিকেলে কিংবা হারানো চেনা অচেনা শহরে।
আমি ভুলেই গিয়েছিলাম যে তুমি আর আমার নও
জাতিস্মর
ফুুল ফুটুক আর না ফুটুক
অভিমান
কেউ মনে রাখেনি

জেন রসি কবিতাঃ বৈপরীত্য
বনমহুয়া তোমার আঁখির কৃষ্ণতারায়, মেঘ থম থম করে
রেজওয়ানুল ইসলাম পাপ্পু একুশ তুমি
টোকন ঠাকুর তরল মন
কি করি আজ ভেবে না পাই শহীদ বনাম চেতনা!!!
মানসী তোমায় আমায় মিলে
আব্দুল্লাহ্ আল আসিফ আজ কোথায় তোমার সে অহংকার
রমিত জাগাবো প্রসুপ্ত শৌর্য
খায়রুল আহসান ঝরা পলেস্তারা
দিল মোহাম্মদ মামুন প্রকাশ্য প্রতারণা
সােজোন বাদিয়া ‘জঙ্গি’ এবং ‘সভ্য’
খায়রুল আহসান পথ চলা
আমি মিন্টু প্রিয়তমার হাতের স্পর্স করছে স্নিগ্ধ !!!
সামাইশি তার বিম্বে অবাধ্য মন
মো.তহিদুর রহমান রুবেল 'মানবতার ডাক'


আজ সৃষ্টি সুখের উল্লাসে–
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে

||আজ সৃষ্টি-সুখের উল্লাসে|| কাজী নজরুল ইসলাম

অন্যমনস্ক শরৎ
অন্যমনস্ক পাঠকেরা আটকে যায়। শব্দের মিছিলে দারুন সাজসজ্জা। কবিতার শরীর জুড়ে দক্ষতার স্পর্শ স্পষ্ট।
এ বছরটা অতীত থাকবে
এক পশলা মৃত বাতাস

মাহবুবুল আজাদ
কবিতার শিরোনামেই পাঠক একবারে ভালো লাগার শিখর ছুঁয়ে আসে। আর কবিতার প্রতি ছত্রেছত্রে সে ভালো লাগা ধাপে ধাপে বাড়তে থাকে। কবিতার খাতায় অসাধারণীয় তার উপস্থিতি।
ঊষর প্রান্তরে শূন্যতার বন্দনায়, রাতজাগা কথাগুলো মোহময় কবিতায়।

কথাকথিকেথিকথন
কবিতারা কথা বলে। কিছু বোধের উপর হামলে পড়ে। কিছু বোঝার গণ্ডির বাইরে প্রহরা গাড়ে। বুননে অসাধারণ দক্ষতা তার কবিতাদের নিয়ে তৈরি বলয়ের চারিদিকে পাঠকের উপচে পড়া ভীড়ের কারণ।
সকল হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে বাংলা ভাষা উড়ে যাক মুক্ত বিহঙ্গের ডানায়।
গন্তব্য ভ্রম ।
একটি বর্বর স্বপ্ন ।
মস্তিষ্ক নিংড়ানো 'ধ্যাৎ কচটতপ!'।

বিদ্রোহী ভৃগু
নামের সাথে লেখার কি অদ্ভুত মিল! তীক্ষ্ণ শাবলের মতো কবিতার জমিনে হঠাৎ করেই সবুজ এঁকেছেন।
হাই, হোমোসেপিয়েন্স! তুমি কি শুনছ?
ভাবনার- সেকাল একাল

কালের সময় বহু স্বপ্নে নীড় বেঙেছে কেউ বা বেঁধেছে
মৃদুল শ্রাবন ঘুম ভেঙে শিয়রে সরীসৃপ
♥কবি♥ শ্রেষ্ঠ কবিতা
মৌতাত গোস্বামী শন্তু ইচ্ছে হলে আসতে পারো
সুদীপ্তা মাহজাবীন বিষন্ন মার্বেল
সায়েল কে দাঁড়াবে আজ এ স্রোতের প্রতিকূলে?
মুমু পাখি বৃষ্টি বিলাসিতা
সােজোন বাদিয়া দৃষ্টি
রাবেয়া রাহীম তুমি আছো - তুমি নেই যখন
রাবেয়া রাহীম অবসেশান
মৃদুল শ্রাবন অমিমাংসিত
সুদীপ কুমার স্বপ্নচোর
মো.তহিদুর রহমান রুবেল "শেষ বিকেলের আর্তি"
সােজোন বাদিয়া ভালবেসেছিলাম ... একি হলো, হায় একি হলো
কবীর আলমগীর বিনিময়


আমি ক্লান্তু প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।

||বনলতা সেন|| জীবনানন্দ দাশ

নেক্সাস
মাঝরাতে ঘুমহীন আঁধারে অঙ্ককষা কবিতাগুলো নিশ্ছিদ্র। একচিলতে শূন্য নেই। মুগ্ধকর কথামালায় ঠাসানো কবিতারা।
মাঝরাতে শিহরণ

নীলপরি
ইদানীং কবিতার খাতা ভরে উঠছে। ভালোমন্দের মিশেল। কোথাও ছন্দের দাপট তো কোথাও আবেগ। ঘাসেদের মাঝে সেই ছন্দ মৃদু দোল খায়।
রূপকথারা ঠিকানা রাখেনি কোনো
ছিল বাকি কিছু ঋণ
কতোগুলো বর্ষা এলে / পাহাড়ের বুকে ফুল ফোটে ?
মন কাহিনী

জ্যোস্নার ফুল
সান্নিধ্য কম। স্নিগ্ধতা অনেক। কবিতা পড়েছি দুটো মাত্র। মুগ্ধ হয়েছি বারেবার। জ্যোস্নার ফুল কবিতায়ও ফুল ফুটিয়েছেন। চিত্রতা। নামটাই অন্যপ্রকার অনুভূতি দেয়।
চিত্রতা
চিত্রতা (২)
চিত্রতা (৩)

ভ্রমরের ডানা
পিরামিড স্টাইলে কবিতা লিখছেন হরহরিয়ে। মুগ্ধতার পর্যায়ে তার অনেক গুলোই পৌঁছেছে। তবে তার খেয়ালি প্রেমিক সিরিজের কবিতাগুলোও ভালোলাগাবোধের কারণ ছিল।
পিরামিড কাব্য-১ঃ হলুদের রাজতরু
খেয়ালি প্রেমিক-৯ঃ এই উদাসী দুপুর

মোঃ সাইফুল্লাহ শামীম ভাষার জন্য ভালবাসা
লাইলী আরজুমান খানম লায়লা স্মৃতির আকাশ
আমি মিন্টু চায় মন বন্ধু ভেবে পাশে থাকতে তোমার রোজ।
মোঃ সাইফুল্লাহ শামীম অভিমান
মোঃ সাইফুল্লাহ শামীম ভালো থাকুক
লাবিবের পাতা কুপির জল
নেয়ামুল নাহিদ উপলব্ধি
মোঃ নাজমুল হাসান [নাজমুল]অজানা আশঙ্কায় (কবিতা)
সাজ্জাতুল ইমরান ফয়সাল কিংকর্তব্যবিমুর
চন্দ্ররথা রাজশ্রী জলবসন্ত প্রেম
আরণ্যক রাখালমাঝেমাঝে
সােজোন বাদিয়া এতো কষ্ট সবই বৃথা গেল
আরাফআহনাফ দায়বদ্ধতার দায়ে ......
শরণার্থী মায়ার মোহ
কাল পুরুষ ৭৭ শেষ ভালোবাসা


আজিকে বাহিরে শুধু ক্রন্দন ছল ছল জলধারে,
বেণু-বনে বায়ু নাড়ে এলোকেশ, মন যেন চায় কারে।

||পল্লীবর্ষা|| জসীমউদ্দীন

বিজন রয়
ঝরঝরে। মেদহীন। কবিতার অলংকরণ ভালো লাগে। শব্দের ব্যবহারে গভীরত্ব লেখাগুলোকে পাঠকপ্রিয় করে তোলে। তবে দুর্বোধ্যতাও তার লেখনীতে অনুপস্থিত নয়।
অনাবৃতই ভাল ছিল
অন্য ভূবনের পুরুষ

গেম চেঞ্জার
গল্পে অনন্য। তবে কবিতায় কালো টি-শার্ট, নীল জীন্সের প্যান্ট, কালো সানগ্লাস পরিচ্ছদেও তিনি অসাধারণ। কবিতায় অনুভবটা অনেক গাঢ়। যদিও পড়েছি কম দেখেছি কম তবু চায়ের রং গন্ধ স্বাদের জানান দেয় স্বাদ নেওয়ার আগেই।
❀❀ অণুকাব্য- একটি স্মরণীয় মুহুর্ত

তার আর পর নেই…
তার পর আছে অনেক কিছু। গল্প কবিতায় সমান দক্ষ। সব্যসাচী। কবিতায় যেন মন পোড়ানিয়া জ্যোৎস্না ঝরে পড়ে। শব্দহীন। নিঃশব্দে। তবে ছোঁয়ায় অনুভব প্রবল।
কতটুকু প্রেম চাই তোমার
নিস্তব্ধতার পাহাড়
হায়! নজরবন্দি করার আগেই উড়ে যায় পাখি

উল্টা দূরবীন অনুকাব্য - এক
উল্টা দূরবীন তিন কবিতা।
আলভী রহমান শোভন কবিতা: মেঘ-আকাশ-দুঃখ-তুমি-আমি
ইতি সামিয়া একটু একা থাকতে চাই।
মেঘপিয়ন তোমাকে না লেখা চিঠিটা ডাকবাক্সের এক কোণে
খায়রুল আহসান ক্লান্তি
সুদীপ কুমার প্রেম-চার
রেজওয়ান করিম আফসোসের লু হাওয়া
প্রামানিক বাংলা ভাষার চর্চা
প্রামানিক মাফ করে দে মাগো আমায়


আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে
একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে
একফোঁটা সৌন্দর্যের জন্যে।

||আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্য|| হুমায়ুন আজাদ

তাসলিমা আক্তার
বেশ স্ফূর্ত আগমন হয়েছে তার। কবিতায় যেমনি কাব্যিকতা স্পষ্ট গল্পে তেমনি সহজতা। মাত্রই তো শুরু গন্তব্য যোজনদূর। পথপরিক্রমায় নান্দনিক সব কবিতা পাওয়ার আশারাখি তার ঝুলি থেকে।
করতলে মন্দিরা
সম্রাট সম্রাট
জাগরন এবং মুক্তির স্বাদ

দ্যা রয়েল বেঙ্গল টাইগার
হলুদ খামে গন্তব্য খুঁজে পাওয়া না পাওয়ার বাকবিতণ্ডায় আমরা পেয়ে গেলাম দারুণ একটা কবিতা। ইচ্ছে করে শাপ দেই কেউ যেন ঠিকানা না পায়। অস্পৃশ্য থাকুক প্রিয় মানবীরা। জন্ম নিক হাজার হাজার কবিতা।
একটা গন্তব্যহীন হলুদ খাম তার ঠিকানা খুঁজে পেতে চায়........
একটা জৈব ভুত! আজন্মকাল ধরে চেপে বসে আছে আমারই ঘাড়ে......

কলমের কালি শেষ ওরা কাঁদে, অবহেলায় অথবা অতি সুখে। (কবিতা)
অপর্ণা মম্ময় বোহেমিয়ান মেঘ
গুলশান কিবরীয়া হারানো সুর খুঁজে ফিরি
গুলশান কিবরীয়া একদিন ঠিক হারিয়ে যাবো অনেক অনেক দূরে ।
নুরএমডিচৌধূরী একুশ আমাদের একুশ তোমাদের
Tonmoy K Saha হৃদয় থেকে বলছি
গুরুর শিষ্য সে চলে গেছে
ইফতেখার রাজু ফিরবো না অলিন্দে
উড়ুউড়ু আমি চাই
রাজু আহমেদ তন্ময় আজেবাজে
ফেলুদার তোপসে হাইফেন বসানো বারান্দায় দু'লাইন কবিতা
মাহমুদা আক্তার সুমা “ফুল ও ভুল”
নেয়ামুল নাহিদ তুমি কিচ্ছু বলো নি
এন ইসলাম রনি অবিন্যাস্ত অনুকাব্য- ২৫

কবিতা সম্বন্ধীয় কিছুই পূর্ণতা পাবে না এই ত্রৈয়ীর কবিতা ছাড়া। যাদের কবিতা দিন মাস সেকেন্ড ঘন্টায় বাঁধা পড়ে না। উতরে যায়। কবিতাশূন্য ফেব্রুয়ারি তাই হাতড়ে নিয়ে এলাম জানুয়ারি থেকে। প্রথম সংকলনে প্রিয় এই মানুষগুলোর যে থাকা চাই।

আহমেদ জী এস
প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী। মিশেলটা দারুণ। কলম যদি রঙিন তুলি হতো। তার খোঁচায় সে জীবন্ত করতে পারে শব্দদের।
আকালের নিশিথিনী ....

মনিরা সুলতানা
একটা গাছ খুঁজে পাই। শেকড় খুঁড়ে যত গভীর থেকে গভীরে যাই রঙবেরঙের ফুল থোকায়থোকায় দেখি। ছুঁতে গেলেই নেই হয়ে যায়।
তুমি রেখেছো তোমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, তোমার নিয়তি।
গাহন তোমাতে

দীপংকর চন্দ
মাটি গন্ধ। কবিতায় ঘাসেদের স্বাদ। যেন প্রকৃতির কোলে অতিআদরে বেড়ে ওঠা সবুজ পাতা। কোমল। ঠিক টেনে নিয়ে যায় প্রাচীনের মাঝে। তারপর দাঁড় করিয়ে কবিতা শোনায়।
মিলিলো না তবু তোমার মনেরই খবর
সকলেই জানে দেয়ালেরও কান আছে

শেষমেশ রাজপুত্রের কিছু কবিতা
"রাজকন্যা তোমার পড়ন্ত বিকেলের আলোয় চুপচাপ দাঁড়িয়ে আছি"
হ্যালো ঈশ্বর! আপনি কি বাড়ি আছেন?
"একখন্ড কৃষ্ণাভ বিকেল চুরির গল্প"

কিছু কথা

আসলে কবিতা সংকলন এই প্রথম। কবিতা জড়ো করতে গিয়ে কিছু কিছু লেখকের সম্পর্কে বলার ইচ্ছেটা মাথাচাড়া দিয়ে ওঠে। এতে যারা ভালো লেখেন তাদের সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরায় অন্যেরা জানার সুযোগ পাবে। আর উৎসাহিতও হবে।

প্রত্যেকের লেখার ভালো মন্দ দুটো দিকই পাঠকের চোখে ধরা পড়ে। পাঠক আমি মন্দটা এড়িয়ে গেছি। ভালোটা সামনে নিয়ে এসেছি। অতিরঞ্জিত কিছু করি নি। শুধুমাত্র তাদের কবিতা পড়ে যে প্রশংসাকথা মনে হয়েছে লিখে দিয়েছি।

অজুহাত
কবিতার সংকলন চিন্তাটা মাথায় এসেছে দেরীতে। মাসের দুই তৃতীয়াংশ ততোদিনে নেই হয়ে গেছে। কিন্তু কাজটা এমাসেই শুরু করতে চেয়েছিলাম। না হলে তালেগোলে ভুলেই যেতাম হয়তো। এজন্য সব কবিতা ঠাঁই পায় নি। চেষ্টা করবো মার্চ মাসের সংকলনে যতবেশি সংখ্যক কবিতার জায়গা করে দিতে। এবং অবশ্যই আরো গুছিয়ে করার চেষ্টা করবো।

প্রচ্ছদ ও সহায়তায় আবু শাকিল
আলম দীপ্রকে ধন্যবাদ। তার আগের সংকলনগুলো এই ইচ্ছেটা জাগানোর পেছনের কথা।

সামহোয়্যার ইন ব্লগের সকল ব্লগারদের স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা রইল।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:১৯
৭২টি মন্তব্য ৭৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩২



জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন

এখানে সেরা ইগো কার?

লিখেছেন শূন্য সারমর্ম, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৪






ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন

এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।

লিখেছেন চারাগাছ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৮

‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন

=বেলা যে যায় চলে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯



রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।

সব কী... ...বাকিটুকু পড়ুন

মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৪


আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন

×