নীলাদ্রীতা,
আজ রাতে সময়কে ধরে বেঁধে বেঁচে দেব
লাল নীল ফানুসে উড়িয়ে দেব স্বপ্ন সাধ
কৃষ্ণপক্ষের রাত মুখ বাঁকা চাঁদ
শ্রাবণের অপেক্ষায় তুমি নিও নির্ঘুম যত রাত।
কিছু অবাঞ্চিত স্মৃতিকথা বাতাসের বুক চেপে সুর তোলে পুরনো গিটার
নিঃসঙ্গ সাঁঝবেলা কিংবা ঘুমহীন মাঝরাত।
অন্ধকার দেওয়াল জুড়ে তাদের নির্লিপ্ত বেড়ে ওঠা।
দূরত্বের কাছে হারিয়ে ফেলা প্রেম খুঁজি সস্তা সিগেরেটের ধোঁয়াশা ধুম্রজাল।
নীলাদ্রীতা,
তুমি পেয়ে হারানো ক্যামেরা বন্দী স্মৃতিকথা।
জমা আছে শত আলোকচিত্র মুঠোভরা কষ্ট ব্যাথা।
ধার করে কল্পনার যত বেরঙীন সত্যতা
মুহূর্তকাল জোড়া শালিকের বিনিময়ে বেচে দিতে চাই তোমার বাস্তবতা।
জানি প্রতিটা কবিতা তোমার ওই লাল টিপে বিলীন
নীলাদ্রীতা আমি রাঙাবো তোমায় এনে রঙ যত নীল।
নীলাদ্রীতা,
ইচ্ছেরা বড় বেহায়া। তোমার ঐ খোপার বাঁধন আলগা করতেই তার নিরন্তর প্রচেষ্টা।
আধ্যাত্মিক প্রেমের চিন্তা আজ বিছানার একাকিত্বের কাছে হার মেনেছে।
তোমার অনুভূতি তাই বড্ড বেরসিক।
কষ্টের আর্তনাদ তোমার স্মৃতির আলমিরা
ঘাসফুল ছেঁড়া পাতা শোনায় রূপকথার মিথ।
জলপরি মিশে রং নীল
তুমি গোপনে লুকনো ছন্দহীন গীত।
আমি হন্যে হয়ে চেয়ে রই
খুঁজি সেই লাল টিপ নীল চুড়ি আর একমুঠো মাতাল হাওয়া টিপ টিপ বৃষ্টি।
কেন জানো?
শুধু ভেজাবো তোমায়।
অনেকদিন পর ব্লগে লেখা দিচ্ছি। একটু অস্বস্তিও হচ্ছে। কারন জানা নেই।
এই কথামালা গুলোকে সহব্লগার নীলপরি - কে উৎসর্গ করছি। ভালো থাকুক পরি।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৯