তোমাদের কারো কাছে কী এই ভলান্টিয়ার দের পক্ষে কাজ করবে এমন কোন প্রমাণাদি আছে ? থাকলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযো করো ।
আমি শুধু বুঝে পাচ্ছিনা আপনাদের সম্পূর্ণ ক্ষোভ যেয়ে পুলিশের উপর বর্তাচ্ছে কেন? এক বাচ্চার চাচা এসে অভিযোগ করলো তার ভাতিজা কে পাওয়া যাচ্ছেনা! আনুষ্ঠানিক একটি এজাহার দায়ের হয়েছে বুঝতে পেরেছেন?! আনুষ্ঠানিক অভিযোগ আসলে পুলিশকে তার তদন্ত কার্যক্রম চালাতেই হবে এটিই আইনি বাধ্যবাধকতা !! এর বাইরে যাওয়ার পুলিশের উপায় নেই ! এখন ধরুন ওই বাচ্চার চাচার অভিযোগ যদি আমরা না গ্রহণ করতাম তখন আপ্নারা বলতেন পুলিশ গুলো সব কুলাঙ্গার!! আমরা তাহলে কী করব?! আপনি নিশ্চয়ই তা বল্বেন্না যে আপ্নারা অতি প্রাকৃত ক্ষমতার মাধ্যমে জেনে যাবেন কে ভাল কে মন্দ? সেটি বুঝবার অবকাশ নেই । এখন আসা যাক যেখান থেকে তাদের গ্রেফতার করা হল সেই এলাকা সম্পর্কিত বিষয়ে , এরকম একটি সংগঠন চালাতে হলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখতে হয় , সেটি কী তারা করেছেন?! স্থানীয় আইনী সংস্থাকে জানালেও হতো তা কি করেছেন? আশে পাশের লোকজন ও তাদের চিনতে পারছেনা ! সেই দায়ভার কার ? আপ্নারা তাদেরকে চেনেন এখন আপ্নারা কথা বলছেন। সেজন্য সাধুবাদ জানাচ্ছি , কিন্তু কথা হচ্ছে আইনী যে প্রক্রিয়া সেটিতে আপনাদের এই বক্তব্য কোন ভুমিকা পালন করবেনা !! করতে পারে যেটি , সেটি হচ্ছে তাদের কাজের কিছু প্রমাণ ! রিমান্ড মঞ্জুর থেকে ধরে বিচারকার্যের পুরো বিষয়টি আদালতে বিচারাধীন তাই সেই বিষয় বিজ্ঞ আদালত বুঝবেন ! আপ্নারা যা করতে পারেন তাদের ভাল কাজের প্রমাণাদি সহ একটি ফাইল তৈরি করে আমাদের কাছে নিয়ে আসুন , আমি সেটি মামলার তদন্তকারী করমকরতার কাছে পৌঁছে দেব !! আশা করছি এটি তাদের কিছুটা হলেও সাহায্য করবে !! আবারো বলছি মামলা পুলিশ করেনি , করেছে আপনাদের মতই একজন মানুষ , যদি জানা না থাকে তাহলে জেনে নিন , ধর্তব্য মামলা পুলিশকে গ্রহণ করতেই হবে । তাই পুলিশ শুধু তার আইনী দায়িত্ব পালন করছে , এক্ষেত্রে পুলিশকে তিরস্কার করা বন্ধ করুন । আমরা অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী নই যে কোন তত্থ না পেয়ে বুঝে যাব কে ভাল আর কে খারাপ !! যদি সত্তিই তাদের ভাল চান তো প্রমাণ সংগ্রহ করে আমার কাছে নিয়ে আসুন ।
যোগাযোগের ঠিকানা ঃ
ইফতেখায়রুল ইসলাম ,
সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড পি আর)
ডি এম পি মিডিয়া সেন্টার , রুম নংঃ ২০২,
মিন্টু রোড , ডিবি অফিসের বিপরীত পাশে , [
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৬