এই লেখা শুরু করেছিলাম অনেক আগে । ওয়ার্ড ফাইলে ডেট দেখাচ্ছে ০৯/০৯/২০১৪।
ইদানীং খুব ইচ্ছে করে ব্লগে নিয়মিত হই। আগের মত আড্ডা দেই সহব্লগারদের সাথে।ভালো লেখাগুলোতে নিজের অভিব্যক্তি দেই, নিজের মুগ্ধতা জানাই ভালো লেখককে। হয়ে উঠে না। খুব মিস করি ব্লগে কাটানো সুন্দর সময়গুলো।
প্রতিদিন ব্লগে হাজার লেখা আসে। ইদানিং অনেক অনেক ভালো লেখা আমরা পাই অনেকের কাছ থেকে। যদিও সময় স্বল্পতায় আমার অনেক লেখা পড়া হয়ে উঠেনা। পরবর্তীতে হয়তোবা কারো মন্তব্যের লিংক ধরে অথবা প্রিয় ব্লগারদের ব্লগ বাড়ি ঘুরতে গিয়ে দেখি কত কি ই না আমি মিস করে বসে আছি। ২০১৪ তে লেখা যখন শুরু করি তখন ব্লগে প্রিয় ব্লগারদের ব্লগবাড়ির লিঙ্কগুলো নিজের প্রোফাইলে এড করে অনুসরণ করতে হত। আগে এরকম হলে সাথে সাথে সেই ব্লগারের ব্লগের লিঙ্ক আমার ব্লগে এড করে নিতাম। এভাবে এড করতে করতে আমার ব্লগের ডান পাশের লিস্টটা দিন দিন বড় হচ্ছে দেখে তখন এড করা থেকে বিরত থাকি। কাগজে টুকে রাখা শুরু করি অবসরে পড়বো সেই আশায়। আফসোস সেই অবসর আর আসেনা আমার। নাকি আমিই আগের চেয়ে অনেক বেশী অস্থির টাইপ হয়ে গেছি যে একবারে কোন কিছুতে বেশী সময় মনোনিবেশ করতে পারিনা। এমন অবস্থায় টুকলিফাইং কাগজ ও হারাতে বসি। অনেকদিন থেকেই ভাবছি যে এতসব বিভ্রাট এড়াতে নিজের প্রয়োজনেই পছন্দের ব্লগারদের একটা লিস্ট করবো যেখানে তাদের ব্লগবাড়ির ঠিকানাও থাকবে। তখন আমি আমার পোস্টের মাধ্যমেই তাদেরকে খুঁজে পাবো খুব সহজেই।
১। ফারাহ দিবা জামান
খুব প্রিয় মানুষ ও ব্লগার ছিলেন ফারাহ আপু। প্রথমেই এড করেছি ফারাহ দিবা আপুর ব্লগের ঠিকানা। জানিনা কোন অভিমানে আপু এখন আর ব্লগে আসেননা। ওনার লেখার ভক্ত অনেকেই আছে ব্লগে।
২। শ।মসীর
এরপরে এড করেছি শামসীর ভাইয়ার ঠিকানা। আমাদের তুই সিরিজটা পড়ে আমি ওনার লেখার ভক্ত হয়ে যাই।
৩. রেজোওয়ানা
এবার এড করেছি রেজয়ানা আপুকে। ঠিক কোন লেখাটা পড়ে আমি ওনাকে এড করেছিলাম তা এখন মনে পড়ছেনা তবে ব্লগে যারা নিয়মিত তারা রেজয়ানা আপুর লেখার এক একটি পোস্টের পাঠক সংখ্যা দেখেই বুঝতে পারবেন তিনি কতটা জনপ্রিয় ও ভালো লেখক।
৪. জুন আপু (ব্লগের ইবনে বতুতা)
দেশ বিদেশের বিভিন্ন জায়গায় বিনা খরচে বিনা পাসপোর্টে ভ্রমণের আশায় আপুর ব্লগে ছিল নিয়মিত যাতায়াত।
৫. অপু তানভীর
অপু তানভীরকে কি আর চেনাতে হবে আমার? রোমান্টিক গল্পের লেখক। ওনার অনেক লেখা পড়ে কতবার ভেবেছি যদি অপুর কাছ থেকে কিছু রোমান্টিকতা ধার নিয়ে আমার জামাইটাকে দিতে পারতাম । স্যরি অপু আপনার অনেক গল্প এখন পড়া হয়না।
৬. চেয়ারম্যান০০৭
মাঝে মাঝে মন খারাপ হলে চেয়ারম্যান এর ব্লগে যেতাম। ওনার পোস্টে যেমন মজা পেতাম তেমনি পোস্টের কমেন্টগুলো ও হত সেরকম মজার। এখন অবশ্য অনেক কম পোস্ট দেন ভাইয়া। জানিনা আমার মত ফাঁকিবাজ হয়ে গিয়েছেন কিনা
৭. তানিয়া হাসান খান
সুন্দর সুন্দর কবিতা লিখেন তানিয়া আপু। তেমন কিছু কবিতা পড়েই ওনাকে আমার লিঙ্কে এড করেছিলাম।
৮. শ্রাবণধারা
চাকুরী জীবনে সংগ্রামের গল্প পড়ে ওনার লেখার প্রতি আগ্রহী হয়েছিলাম। ব্লগে এখন তিনি অনিয়মিত মনে হয়। অনেকদিন ওনার নতুন কোন লেখা আসেনি।
৯. শায়মা
শায়মা আপুর কথা কি বলবো আমি নতুন করে। ব্লগে ৯০% মানুষই হয়ত শায়মা আপুকে চেনে। ওনার আন্তরিক মন্তব্যগুলো পড়ে মনে হয় আপু যেন আমার অনেক কাল আগে থেকেই পরিচিত। আর যারা এখনো আপুর লেখা পড়েননি তারা পড়ে দেখতে পারেন। আপু এখন অপসরা নামেও লিখেন। অপরিসীম ধৈর্য্যের অধিকারী শায়মা আপু এখনো ব্লগে নিয়মিত লেখেন। শ্রদ্ধা জানাই আপুকে।
অপ্সরা
১০. আরজুপনি
ব্লগের আরেক দিগগজ হচ্ছেন আরজুপনি আপু। ব্লগের প্রতি ওনার ভালোবাসা দেখে অবাক হই আমি। চাকরি সংসার সামলেও উনি যেভাবে ব্লগে সম্পৃক্ত থাকেন তা দেখে মাঝে মাঝে হিংসা হয় আমার।
১১. এফ এইচ শিখা
শিখা আপুর শুরুর দিকের প্রায় অনেক লেখাই আমি পড়েছি। এতো দারুণ লিখেন আপু। এজন্য তার কয়েকটা পোস্ট পড়েই ওনাকে অনুসরণ করা শুরু করেছিলাম। এখন সময়ের অভাবে কতজনের কত লেখা যে না পড়া থেকে যায়।
১২. জল ছাপ বা সমুদ্র কন্যা
শামসীর ভাইয়ার আমাদের তুই পড়ে যেভাবে কেঁদে কেঁদে ওনার ফ্যান হয়েছি তেমনি আপুর লেখা তোর কাছে চিঠি পোস্টগুলো পড়ে কেঁদে কেঁদে আপুর লেখার ফ্যান হয়েছি।
১৩. শামীম আরা সনি
ইংলিশ মিডিয়াম স্কুল/সরকারী প্রাইমারী স্কুল,একটি টিউশনি এবং আমার ব্রয়লার মুরগী হয়ে ওঠার গল্প সিরিজটা পড়ে এই আপুর লেখা পড়ার প্রতি আগ্রহী হয়েছিলাম। ঐ সময়ে এই সিরিজটি বেশ আলোড়ন তুলেছিল ব্লগে।
১৪. ভাসমান
মাত্র ৭০,০০০ টাকায় সিঙ্গাপুর - মালেশিয়া - থাইল্যান্ড ঘুরার গল্প বিস্তারিত জানার আগ্রহে ভাসমান ভাইয়াকে অনুসরণ করা শুরু করেছিলাম। উনিও মনে হয় ব্লগে এখন অনিয়মিত।
১৫. আরিয়ানা
খুব ভালো একজন লেখক আরিয়ানা আপু। আজ এই পোস্ট লিখতে গিয়ে অনেকদিন পর ওনার ব্লগে গেলাম। মাঝে লম্বা বিরতি নিয়ে উনি আবার লেখালেখি শুরু করেছেন তা আমার জানা ছিলোনা।
১৬. শেরজা তপন
ভাইয়ার আলকাশ সিরিজ পড়ার পর থেকে উনি আমার লিঙ্কে এড হন। এর পরে আরও অনেক সিরিজ উনি লিখেছেন। কিন্তু আফসোস আর কোন সিরিজে আমি নিয়মিত হতে পারিনি।
১৭. একজন আরমান
তোমার ভাই আমার ভাই আরমান ভাই আরমান ভাই
একজন আরমান কে কে না চেনে? ব্লগে আমার পথচলা শুরুর দিনগুলোতে আরমান সহ আরও অনেকের মন্তব্য আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। আর ভাইজানের লেখার প্রশংসা বিশেষ করে কবিতাগুলোর কি প্রশংসা করবো? নাকি আপনারাই পড়ে আমাকে জানাবেন ভেবে দেখেন। আরমান ও এখন অনিয়মিত।
১৮. শান্তির দেবদূত
দেবদূতদা’র লেখার সাথে পরিচিত হই সম্ভবত কারো শেয়ারের কারনে। কেউ একজন তার লেখা ফেবুতে শেয়ার করেছিলো দেখে ওনার লিংকে যাই আর কিছু লেখা পড়ি। তখন পরপর তার অনেকগুলো পোস্ট পড়ি। তার লেখার মান দেখে মনে হচ্ছিলো যেন উন্নত কোন দুনিয়াতে চলে এসেছি আমি। সাইন্স ফিকশনের পাশাপাশি অন্যান্য বিষয়ে তার লেখার হাত চমৎকার। যারা এখনো ওনার কোন লেখা পড়েননি তাদেরকে অনুরোধ করবো একবার ওনার ( কল্প-গল্প ) --- কৃত্রিম মা ও অকৃত্রিম মাতৃপ্রকৃতি এই লেখাটি পড়ে দেখার জন্য।
১৯. প্রোফেসর শঙ্কু
আরেকজন ছোট গল্পের ভাণ্ডার প্রোফেসর শঙ্কু। ওনার লেখার অসাধারণ ক্ষমতা আমকে বাধ্য করেছে দুতিনটি পোস্ট পড়েই ওনাকে লিঙ্কে এড করাতে। অন্য লেখাগুলো ও সময় করে পড়বো এই আশায় তখন এড করেছিলাম। দুঃখের বিষয় এই যে ওনার অনেক অনেক লেখা আমার এখনো পড়ার বাকী রয়ে গিয়েছে।
২০. নাজিম-উদ-দৌলা
সাইফি যাদুকর নাজিম। এই ছেলেটার চিন্তাশক্তি দেখে আমি অবাক হয়ে যাই। সত্যের বীজ, অনিকেত সৈনিক, সময়ক্রম এগুলো ওর অসাধারণ চিন্তাশক্তির কিছু উদাহরণ। আমার মত অনেকেই জাফর ইকবালের পর ওর লেখা পড়ে মুগ্ধ ।
আসলে শুধু একা নাজিমকে সাইফি যাদুকর বলা আমার ঠিক হচ্ছেনা হয়তো। সাইফি যাদুকর খেতাব আরও দুজনের প্রাপ্য - প্রোফেসর শঙ্কু আর শান্তির দেবদূত । এই তিনজনই কাছাকাছি সময়ে আমার লিঙ্কে এড হন।
২১. মেহেরুন
মেহেরুনের কিছু লেখা পড়ে নিজের সাথে অনেক মিল পেয়ে ওকে লিঙ্কে এড করেছিলাম। মনে হচ্ছিলো সে ও আমার মতো সামুকে নিজের মনের কথা শেয়ার করার জন্য একজন বন্ধু বানিয়েছিল। ওর প্রোফাইলেও সে এমন একটা কথাই শেয়ার করেছে - যেমন ইচ্ছা তেমন আমার লেখার খাতা। এই এক বন্ধুর সুত্র ধরে আরও অনেকেই আমাদের বন্ধু হয়েছে।
২২. আমি তুমি আমরা
এই ভাইয়াকে কবে কোন লেখা ভালো লাগার কারনে লিংকে এড করেছিলাম তা এখন মনে করতে পারছিনা। তবে উনি একজন সিনিয়র ব্লগার। ৬ বছর ধরে ব্লগিং করে যাচ্ছেন আর আমাদেরকে সুন্দর সুন্দর ও তথ্যবহুল অনেক পোস্ট উপহার দিয়ে যাচ্ছেন।
২৩. না পারভীন
ব্লগে আমার খুব প্রিয় মানুষদের মধ্যে একজন নাপা আপু। আপুর পোস্ট যেদিন আমার চোখে পড়ে সেদিন সারাদিন ই মনে হয় ওনার পোস্ট পড়েছি। অফিসে থাকা অবস্থায় ওনাকে খুঁজে পেয়েছি আর বাসায় গিয়ে আবার সামুতে ঢুকেছি ওনার অন্য লেখাগুলো পড়তে। মাঝে তো অপেক্ষায় থাকতাম কবে আপুর লেখা পাবো। মাঝে মাঝে আপুকে খোঁচাতাম আপু নতুন লেখা কবে দিবেন? কবে দিবেন? পেশায় ডাক্তার হওয়াতে ওনার লেখায় গুরুত্বপূর্ণ অনেক ম্যাসেজ থাকে বলে ওনার লেখা পড়ার প্রতি বেশী আগ্রহী হই। নাপা আপুর মাল্টি নিকও অনুসরণ করছি এই একই কারনে - দুঃখী__ বন্ধু ।
২৪. শাফ্ক্বাত
এই আপুর দিনলিপি এই তো চলে যায় দিন পড়া শুরু করেছিলাম। তখনই মনে হয় ওনাকে অনুসরণ করা শুরু করেছিলাম। আজকে আবার অনেকদিন পর ওনার ব্লগে গেলাম। মাঝখানে লম্বা বিরতি দিয়ে উনি আবার নতুন পোস্ট দিয়েছেন দেখলাম। আবার যেতে হবে ওনার ব্লগবাড়ি।
২৫. বডটজসৃ
মেয়েদের জন্য মায়েদের জন্য অনেক উপকারি পোস্টের লেখা পেয়ে এই আপুকে অনুসরণে নিয়েছিলাম। এই আপুও এখন আর লিখেননা। জানিনা অন্য কোন নিকে আছেন কিনা। উনার লেখা খুব মিস করি।
২৬. রিয়াদ( শেষ রাতের আঁধার )
নতুন (যখন লেখা শুরু করেছি তখন নতুন ছিল ) ব্লগারদের একজন রিয়াদ। ভালো লেখেন যেমন সাইফি তেমন ছোটগল্প। সব দিকেই তার দক্ষতা প্রশংসা করার মত। অনেকদিন পড়া হয়নি তার লেখাও।
আরও অনেকেই আছেন যাদের লেখা চোখে পড়লেই পড়ার চেষ্টা করেছি তাদের মধ্যে আছেন - আমাদের ট্রাভেলার্স ব্লগার ভাইয়ারা – সাদা মনের মানুষ, বোকা মানুষ বলতে চায় । নতুনদের মধ্যে আছে সজল জাহিদ।
প্রিয় ব্লগারদের মধ্যে আছেন গিয়াস উদ্দিন লিটন, কান্ডারি অথর্ব , যাযাবর, অটিজম কাহিনী, এহসান সাবির, কাল্পনিক ভালবাসা, হাসান মাহবুব , নেক্সাস, অপর্ণা মম্ময় (আপুর নূহা সিরিজটা খুব ভালো লেগেছিল), সানড্যান্স, মামুন রশিদ, সাবরিনা সিরাজী তিতির, অস্পিসাস প্রেইস, তাসনুভা সাখাওয়াত বীথি, গোলাম দস্তগীর লিসানি, সামু পাগলা০০৭, ৎঁৎঁৎঁ, খেয়া ঘাট, ঘুড্ডির পাইলট, আমিনুর রহমান, সুমন কর, সচেতন হ্যাপী, দিকভ্রান্ত*পথিক, জাকারিয়া মুবিন, *কুনোব্যাঙ* । আরও অনেকের নাম এখন মনে করতে পারছিনা
নতুনদের মধ্যে অনেকে আছেন ভালো লিখছেন। কয়েকজনের লেখা পড়তে পেরেছি । পাঠকদের কাছে অনুরোধ থাকবে ভালো লেখেন এমন নতুন/পুরাতন ব্লগারদের লিংক দিয়ে আমাকে সাহায্য করতে পারেন। তাদের নিয়ে আরেকটি পোস্ট লিখতে হবে যদি আবার নিয়মিত হতে পারি। সবাই ভালো থাকুন এই কামনা করি।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৪