তুষার কান্তি সাহা বাংলাদেশে জন্মগ্রহন করলেও উনি মনেপ্রাণে ভারতীয়। বাংলাদেশে উনি সড়ক ও জনপথের উচ্চপদে চাকুরী করছেন এবং দুহাতে টাকা ইনকাম করছেন আর ভারতে পাচার করছে। ভারতের কলকাতায় তুষার কান্তি সাহা করেছেন বাড়ি কিনেছেন গাড়ি ।রয়েছে তার পরিবারের সদস্যরা সেখানেই।
ক্ষমতাশীনদের আশির্বাদে এরকম হাজারো তুষার কান্তিরা হঠাৎ মেধাবী হয়ে ওঠা এবং বাংলাদেশের উচ্চপদগুলি দখল করা সবই হয়েছে তোষণনীতির ফলে। এই সুযোগেই হঠাৎ মেধাবী হয়ে ওঠারা দুহাতে টাকা হাতিয়ে ভারতে পাচার করছে।
বিনম্র শ্রদ্ধা তাদের প্রতি যারা দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করছেন এবং দেশকে নিজের করে নিয়েছেন।
সূত্র : এখানেদেখুন।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০৯