যতই কপাল কুচকাই, বেশ কিছু বাংলা সিনেমার গান আছে অসাধারণ। আবদুল জব্বারের ওরে নীল দরিয়া এখনো যতবার শুনি মুগ্ধ হই। আবিদা সুলতানা যখন গায় বিমূর্ত এই রাত্রি আমার-মনটাই ভরে যায়। আমজাদ হোসেনের লেখা আর সামিনা নবীর গাওয়া একবার যদি কেউ ভালবাসতো বাংলা গান জগতের সেরা একটি গান। শ্যামল মিত্রের গাওয়া চেনা চেনা লাগে তবু অচেনা গানটি কখনো কেউ কি ভুলতে পারবেন? সাবিনার একটা গান আছে অন্তর আমার করলাম নোঙ্গর-কেউ কী শুনেছেন?
এখানে দিলাম ১০টি গান। পাওয়া গেছে এমন পছন্দের গান এই ১০টি। বিমূর্ত এই রাত্রি আমার বা চেনা চেনা লাগে কারো লাগলে সেটাও দেওয়া যাবে।
১. আমি যে আধারের বন্দিনী ………সূর্যকন্যার এই গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া। আলমগীর কবিরের ছবিটাও ছিল চমৎকার।
২. ভালবাসার মূল্য কতো …….আজাদ রহমান মূলত সুরকার। কিছু গানও গেয়েছিলেন। এপার ওপার ছবির এই গানটা আগে প্রায়ই ছায়াছন্দে দেখানো হতো।
৩. এই মন তোমাকে দিলাম .…..সাবিনার এই গানিট আমার সব সময়ের পছন্দের। রোজিনার গলায় গানটা। ছবির নামটা ভুলে গেছি।
৪. কতো কাঁনলাম কতো ডাকলাম আইলা না ……….ভাত দে ছবির গান। এই গানটা আবার তপন চৌধুরীর গলায়ও আছে। তবে রেকর্ডিং ভাল সৈয়দ আবদুল হাদীরটারই। খুবই পছন্দের একটা গান।
৫. মনেরও রঙে রাঙাবো ……মাসুদ রানা নিয়ে একটা ছবি হয়েছিল। বিস্মরণ গল্পটা থেকে। সেই ছবির গান। সেলিনা পারভিনের গাওয়া। গায়িকা আজাদ রহমানের বউ। চমৎকার এক গান।
৬. পাখিটা বন্দী আছে .……….আমি এখনো মনে করি মমতাজের গলায় সেরা গান এটি। মাটির ময়না ছবিতে ব্যবহার করা হয়েছিল।
৭. পথে পথে দিলাম ছড়াইয়া …………কলিম শরাফীর এই গানটা যত শুনি ততই ভাল লাগে। সম্ভবত নদীও নারী ছবিতে এটা ব্যবহার করা হয়েছিল।
৮. সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে ……..রথীন্দ্রনাথ রায়ের এই গাটনা ফকির মজনু শাহ ছবির। অসাধারণ একটা গান।
৯. তুমি যে আমার কবিতা ………..সম্ভবত আবির্ভাব ছবির গান। মাহমুদুননবী ও সাবিনা ইয়াসমিন। অসম্ভব সুন্দর একটা গান।
১০. তুমি কখন এসে দাঁড়িয়ে আছো ………আমার কাছে সেরা রোমান্টিক গান মাহমুদুন নবীর এই গানটি। অসাধারণ কথা, তেমনই সুর ও গায়কী।