
আজ আমার আম্মুর জন্মদিন। ওহ না আমার আম্মুর একার জন্মদিন নয়। আমার খালার ও আজ জন্মদিন। এইদিনটিতে তারা দুইজন মায়ের কোল আলো করে দুনিয়াতে এসেছিল। জমজ হবার কারনে তারা দুইজন প্রায় একি রকম দেখতে।


চেহারা এক রকম হবার কারনে বাচ্চারাতো প্রায় সময়ই ভুল করে ফেলে কে কোনটা চিনতে




নিচে বসে থাকা ছোট্ট দুইজন
এইদিনে যে দুটি মানুষ একি সময়ে পৃথিবীর মুখ দেখেছে, একি সাথে বড় হয়েছে, সময়ের প্রয়োজনে এখন কত দূরে থাকে এই দুটি বোন। এটাই বাস্তব।


একি রকম দেখতে দুইজন
সবশেষে, আম্মুর জন্মদিনে দোয়া করবেন সবাই আম্মুর জন্য আর খালামনির জন্যও।
~~~ শুভ জন্মদিন ~~~

সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১০ রাত ২:৫২