তেমনি এক মহিলা হাসঁ মুরগী পালন করে। আবার মুরগীর ডিম বা ছানা বিক্রি করে। মাঝে মাঝে অন্য গৃহস্ত থেকে হাসেঁর ডিম কিনে এনেও মুরগীকে দিয়ে তা দেয়ায় ছানা বানানোর জন্য কারণ মুরগী নাকি বেশি পারদর্শী এই কাজের জন্য। তাই মহিলা কিছু মুরগী দিয়ে তার কিনে আনা সব হাসঁ ও মুরগীর ডিমে তা দিতে দিয়েছেন। এক্ষেত্রে হাসেঁর ডিমের তা দিতে দিবার ৭ দিন পরে মুরগীর ডিম বসাতে হয় তাহলে ঠিক একি সময়ে একসাথে হয়। কিন্তু এইবার হয়েছিল কিছুটা ব্যাতিক্রম। ৯ টা হাসের ডিম ফুটতে দেরি করায় সে অন্য গুলোকে বিক্রি করে দেয়। কিছুদিন পর ওই ৯ টা দিম ফুটে কিছুটা কুৎসিত মত ৯ টি বাচ্চা বার হয়।
মা বলতে তো তারা ওই মুরগীটাকেই চিনে, তাই সারাদিন মুরগীটার পিছন পিছনে ঘুরে বেড়ায়, মুরগীটা ডাকলে একসাথে জড় হয়ে যায়। একসাথে খাবার খায়।
এমনকি যখন হাসেঁর বাচ্চাগুলি পানিতে নামে সাতাঁর কাঁটার জন্য তখন মুরগীমাটাকে বাচ্চা হাসঁগুলির জন্য অপেক্ষা করতে হয়।
হাসঁগুলি কেমন নির্দ্ধিধায় মুরগীটাকে মা বানিয়ে নিয়েছে। আর মুরগীটাও তেমনিভাবে হাসঁগুলোকে মায়ের ভালবাসা দিচ্ছে। এমনই হয় মা!!
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১০ বিকাল ৫:১৪