এটাই আমার প্রথম লিখা ব্লগে।

জানি না কি লিখতে কি লিখবো! এসেছিলাম জয় ভাইয়ার ব্লগ এ কম্মেন্ট দিতে! এসে দেখি আগে নিজের ব্লগ না থাকলে কম্মেন্ট করতে পারবোনা
দেখি কিছু পারি কিনা!
একটা বাবুকে নিয়ে লিখা ব্লগেই যেহেতু কম্মেন্ট লিখতে আসছিলাম তাই একটা বাবুর কথাই লিখি!
একটা ছিল ছোট্ট বাবু। তার ছিল বাবা মা আর ছোট্ট একটা বাবু ভাইয়া!

বাবুটার বাবা মস্ত বাণিজ্য করে। মা বাবুটা আর তার ভাইয়া অনেক আদর করে, পরায়, খাওয়ায়। বাবুটার বাসায় অনেক মানুষ, সবাই কত্ত আদর করে।

তাও বাবুটার তার বাবার জন্য মন কাদে

। মা তাদের অনেক বুঝায় তাও বাবুটা অবুঝ
বাবার সাথে কথা হলেই তার একটাই জানতে চাওয়া "বাবা তুমি কবে আসবা?

" আর বাবুটা সারাদিন অপেক্ষায় থাকে বাবা আজ আসবে কাল আসবে...
ঠিক যেদিন বাবুটার বাবা আশে... সেদিনতো বাবুটার খুশি কে দেখে

কিন্তু যখন বাবা বাসায় চলে এসেছে... তখন বাবুটা অনেক ভীত সন্ত্রস্ত হয়ে যেতো, অন্ধকার ঘরে বদ্ধ হয়ে ভাবতো যে বাবা কি আসলেই অনেক খুশি হবে তার বাবুটাকে দেখে!
আজও এমনই একটা রাত। বাবুটার বাবা বাসায় আসবে সকালে। বাবুটা অনেক খুশি আবার ভীত।
বাবুটার জন্য দুয়া করেন।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:৫০