প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম পোস্ট দিয়ে বিরক্ত করার জন্য। এ ধরনের টেকনিকাল ব্যাপারে ব্লগ টিমকে মেইল করে জানানো উচিত ছিলো।
কিন্তু সমস্যা হচ্ছে কোন মেল আইডি দ্যে ব্লগ নিকটা খুলেছিলাম, এই মুহুর্তে মনে নাই। ৭বছর আগে যে ইয়াহু আর গুগলের যে আইডিগুলো ছিল, সেগুলো কোন্ কোন্টা যেন ভ্যালিড নাই, তার মধ্যে কোন্টা দিয়ে ব্লগ ওপেন করেছিলাম, তাও খেয়াল নাই। অন্তত ব্লগ কর্তৃপক্ষের কেউ যদি এই নিকের সাথে লিঙ্কড মেইল আইডি কোনটা, সেটা অনুগ্রহ করে বলে, তাহলেও হয়, সেখান থেকে মেইল করা যাবে নাহয়।
যা হোক, আমি ব্লগ নিক পালটে "অ্যামাটার" এর জায়গায় নিজের নাম "আল হাসান" রাখতে চাই। এখন কী করতে হবে?
এই নিক টা নিয়ে শুরুর দিকে কিছু মজার ব্যাপার ঘটত। আমি amateur কে অ্যামাটার লিখেছিলাম ব্রিটিশ ফনেটিক অনুযায়ী, যেটাকে আমরা আমেরিকান ফনেটিকে উচ্চারন করি এমেচার। তো, ব্লগ খোলার শুরুর দিকে এই অ্যামাটার/এমেচার সংক্রান্ত ভেজালে প্রায়ই পড়তে হত