প্রশ্নসমূহঃ
১। নাস্তিকতা নিয়ে লেখা হয় অনেক আগে থেকে, ইসলাম নিয়ে বাংলা ব্লগে কটুক্তিও করা হয় অনেক আগে থেকে, তাহলে এই যুদ্ধাপরাধীর বিচারের সময়েই কেন কওমীপন্থী আলেমদের আন্দোলনে নামতে হবে?
২। জামাতের বিরুদ্ধে হেফজতে ইসলাম কথা বলছে না কেন?
৩। তাহলে এখনকার বর্তমান এজেন্ডায় এই ব্যাপারে কোন কথা নেই কেন?
=============
উত্তরসমূহঃ
১। নাস্তিকতা নিয়ে লেখা হয় অনেক আগে থেকে, ইসলাম নিয়ে বাংলা ব্লগে কটুক্তিও করা হয় অনেক আগে থেকে, তাহলে এই যুদ্ধাপরাধীর বিচারের সময়েই কেন কওমীপন্থী আলেমদের আন্দোলনে নামতে হবে?
উত্তরঃ
নাস্তিকতা নিয়ে লেখালেখি আগেও হয়েছে। আলেমরা এর বিরুদ্ধে অনেক কথাও বলেছেন। কিন্তু এই রকম আন্দোলনে নামতে হয় নাই। কারণ-
১। এর আগে কখনো কোন নাস্তিককে হলুদ সাংবাদিকরা বাচানোর জন্য উঠে পরে মিথ্যা সংবাদ প্রকাশে লেগে পড়ে নাই।
২। এর আগে কখনোই কোন ইসলাম বিদ্বেষীকে জাতীয় বীর হিসেবে কোন প্রধাণমন্ত্রী সম্মোধন করেন নাই।
৩। এর আগে কোন ইসলাম বিদ্বেষীর পক্ষেই জাতীয় সংসদে সময়ের অপচয় করা হয় নাই।
৪। এর আগে কোন ইসলাম বিদ্বেষীকে কোন ধরনের মুক্তিযুদ্ধের শহীদ বলে প্রচার করা হয় নাই।
৫। এর আগে কোন ইসলাম বিদ্বেষীর জানাজা পড়ানোর নামে ওযু ছাড়া বিধর্মিদেরকে নিয়েও জানাযা পড়ার কোন ইতিহাস নেই। মূলত এই ঘটনা দিয়ে ইসলামকেই পক্ষান্তরে উপহাস করা হয়েছে।
আর থাবা বাবার এবং ধর্মকারীর লেখাগুলি পড়ার পরে যদি কোন মুসলিম বলে যে বাকস্বাধীনতা, এইটা নিয়ে প্রতিবাদ করার কিছু নাই, তবে সে নিশ্চিত থাকুক, তার ইমান বলে কিছুই আর অবশিষ্ট নেই।
২। জামাতের বিরুদ্ধে হেফজতে ইসলাম কথা বলছে না কেন?
উত্তরঃ
জামাতের বিরুদ্ধে গণজাগরণ কেবল কথা বলা শুরু করেছে, আর হেফাজতে ইসলাম এর জন্মলগ্ন থেকেই এর ভন্ডামীর ব্যাপারে সাধারণ মুসলিমদের সচেতন করে তুলছে।
আর জামাতি ইসলামির বিরুদ্ধে হেফাজতে ইসলামের কর্মকান্ডের ব্যাপারে জানতে তৃতীয় কিস্তির ২. হেফাজতে ইসলাম জামাতের বি টিম এর উত্তরটি দেখুন।
৩। তাহলে এখনকার বর্তমান এজেন্ডায় এই ব্যাপারে কোন কথা নেই কেন?
উত্তরঃ
গন জাগরণ কেন্দ্রিক নেতাদের কাছে বিরোধী দল যখন আহবান করলো, পদ্মা সেতু ডাকাতি, ডেস্টিনি , হলমার্ক কেলেংকারি, শেয়ার বাজার মহা ডাকাতির বিচারের আহবান কেন করছেনা ? তখন ওরা শিশু সুলভ যুক্তি দিয়ে ব্যাঙ্গ করলো যে " আমরা বাংলা পরীক্ষার দিনে ইংরেজি পরীক্ষা দেব না, আগে এই বিচার হোক, তার পরে অন্য গুল দেখা যাবে" । ওরে নাদান, আজ হেফাজতে ইসলাম এর কাছে কেন তোরা জামাত বা অন্য বিষয়ে জবাব চাস? নিশ্চয় এরা সারা দুনিয়ার সব বিষয়ে সমান পদক্ষেন নিতে সামর্থ্য রাখবেনা, কিন্তু আপাতত তোদের ইসলাম বিদ্বেষী (এরা আসলে নাস্তিক না, শুধু ইসলাম ধর্মের বিরুদ্ধেই এরা লেখে) হনু দের বিচারে সোচ্চার, এদের এই ১৩ দফাই সরকার বাস্তবায়ন হোক। এর বেশি তেনা পেচাইলে উত্তর তোদের সেই একটাই > "বাংলা পরীক্ষার দিনে তোরাই ইংলিশ পরীক্ষা দিতে চাস না, আগে সেই বাংলা পরীক্ষা ( হনু বধ ) শেষ হোক, তারপরে প্রশ্ন করিস" । আজ বাংলা পরীক্ষা ( হনু বধ ) লংমার্চে সমর্থন দেবার দিন।
---------------
অন্যান্য পর্বঃ
প্রথম কিস্তিঃ
১। আপনি কি হেফাজতে ইসলামীর ১৩ দফার সাথে একমত? 'শাহবাগ আন্দোলনকারিরা নাস্তিক' বলে হেফাজতে ইসলামের এই দাবীর সাথে আপনি কি একমত?
২। কেনো চট্রগ্রামে মহাসমাবেশ কারা প্রতিহতের ঘোশনা দিয়েছিলো?
৩। ২৪ ফেব্রুয়ারী কারা হরতাল ডেকেছিলো?
তৃতীয় কিস্তিঃ
১। ইসলামের হেফাজতকারী তো আল্লাহ্ই তবে হেফাজতে ইসলামের ইসলাম হেফাজতের কী দরকার!
২। হেফাজতে ইসলাম জামাতের বি টিম।
৩। হেফাজতে ইসলামের দাবীগুলি মধ্যযুগীয়।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫