সারা রাত জেগে দেখার পর মুভিটি নিয়ে সাধ্যমত যাই হোক ভালো মন্দ কিছু একটা না লিখে শান্তি পাচ্ছিলাম না।
আদর পেয়ে বাদর হয়ে যাওয়া আমি তাই আরো একটা মুভি রিভিউ লিখার অপচেষ্টা চালালাম ।


এই ছবির শুরুতেই নায়ককে দেখা যায় অতি সাধারন রুপে , এই সাধারন মানুষটি কাজ করে একটি পেপার মিলে এবং স্ত্রী সন্তান নিয়ে বেশ ভালোভাবেই অত্যন্ত সাধারন জীবন যাপন করে ।
ঘটনাপ্রবাহে শান্তশিষ্ট নিরিবিল গ্রামে আগমন ঘটে দুই পোড়া দাগী আসামির , তারা এসেই কাগজ মিলে লুটপাট শুরু করে যেখানে Liu Jnixi (নায়ক) কাজ করতো । Liu Jnixi নিজ প্রানের মায়া ত্যাগ করে লুটপাট প্রতিহত করে ও তাদের হত্যা করে । তার এহেন সাহসিকতার জন্য সে হয়ে উঠে গ্রামের সাহসী হিরো ।
সব কিছুই ভালোভাবে চলছিলো কিন্তু গল্পের মধ্যে বাধ সাধে অতি খুত খুতে স্বভাবের ডিটেকটিভ Xu Baijiu । তার অতি সন্দেহপ্রবন মনে কোন সন্দেহের উদ্রেক হলে তার সমাধান না করে তিনি ছাড়েন না ।
এক সাধারন পেপার মিল শ্রমিক কিভাবে দুই দাগী আসামিকে হত্যা করতে পারে এ ব্যাপারে তিনি সন্দেহযুক্ত হয়ে পড়েন এবং অনেক তদন্ত শেষে তিনি জানতে পারেন সেই সাধারন শ্রমিক সত্যিকার অর্থেই কোন সাধারন শ্রমিক নন ।
তিনি 72 Demons নামে এক ভয়ংকর খুনিদলের সর্দারের ছেলে । যে পুর্বে অসংখ্য খুন করে পরে আত্মসমর্পন করে জেল খেটে বেরিয়ে এসে নিরিবিলিতে জীবন যাপন করছে ।
ডিটেকটিভ ব্যাক্তিগত ভাবে মনে করতেন ভয়ংকর অপরাধীরা কখনো শুধরায় না , তারা কিছুকাল স্বরূপ বদলে থাকে কিন্তু পরে নিজ রুপে বেরিয়ে আসে, তাই তিনি নায়ক Liu Jnixi কে বন্দি করে রাখাটাই ভালো মনে করেন এবং সে ব্যাপারে যথাযথ ব্যাবস্থা নিতে থাকেন ।
অন্যদিকে 72 Demons এর সর্দার নিজ ছেলে (Liu Jnixi) কে নিজের পাপের পথে ফিরিয়ে নিয়ে তার পরবর্তী যোগ্য উত্তরসুরি বানানোর জন্য তার খোজে বেরিয়ে পড়েন।
কিন্তু পাপের পথে যেতে না চাওয়ার কারনে লিউ জিং সেই খুনি দলের সাথে না যাওয়ার সিদ্ধান্ত নেন ও নিজ বাবার সাথে যুদ্ধ ঘোষনা করেন ।
অতঃপর শুরু হয় নতুন দন্দ , গল্পে আসে নতুন মোড় ।
এতক্ষন আমি শুধু মুভির প্রথম অংশের বর্ননা দিলাম কিন্তু কথা দিচ্ছি মুভির শেষটা আরো রোমাঞ্চ , একশন এবং অসম্ভব টুইষ্টে ভরপুর ।
শেষ দিকের অংশটা আমার কাছে খুবই অসাধারন লেগেছে, গোগ্রাসে গিলে গেছি মুভিটির সম্পুর্ন কাহিনী , একবারের জন্যও বিরক্ত অনুভব করিনি ।
শেষ অংশ টুকু জানতে এবং নায়ক ও তার পরিবারের কি হলো তা বুঝতে আপনাকে দেখতেই হবে ছবিটি , সব শেষে আমি বলবো মুভি খোর এবং নন মুভি খোর দের জন্য একটি অত্যাবশ্যকীয় মাস্ট সি মুভি ।
মুভিটিতে প্রথম ৬০ মিনিট দর্শক শার্লক হোমস মুভির মতো অনুসন্ধান ও ফলাফল দেখতে পারবেন এবং শেষ ৫৫ মিনিট দেখবেন ইপ ম্যানের মতো অসাধারন মার্শাল আর্টস এর সৌন্দর্য্য । আমি বলছি না যে মুভিটি নকল করা হয়েছে,শুধু তুলনা বোঝাতেই বলা । কারন এই মুভিটি তার আপন বৈচিত্রে বৈচিত্র্যময় ।
মুভিটি সম্পর্কে আমার বেক্তিগত রেটিং: ৮.৬/১০
আই এম ডি বি লিংক
টরেন্ট ডাউনলোড লিংক