মাতৃস্নেহের বিগলিত রসের কোমল পরশে
তুমি মোরে করেছ লালায়িত,
মাগো- আমার মন প্রান করেছি সদা তোমারই তরে আহূত
বলনা মা তোমার এই ঋণ শুধব আমি কিসে ।।
শত আকাঙ্ক্ষা, শত প্রত্যাশা আর শতাধিক বাসনা
তুমি মোর করেছ পূরণ,
ছিনিয়ে নিয়ে মোর সকল বিরাগ -বিস্বাদ
দিলে মা ফিরিয়ে মোরে জীবন প্রানের নব নব আস্বাদ ।।
নব্য জাত শিশুর ন্যায় তুমি আমারে দিলে অফুরন্ত আদর
হে মা বল তো কেমনে ফিরাই তোমার সেই স্নেহের চাদর ।
প্রশস্থ চিত্তে তোমার এই ভালোবাসা করেছি আমি গ্রহণ
অধীর হৃদয়ে বসে আছি কেবলই শুনিতে মা -
তোমার মুখের একটু খানি বচন।।
জানি মা - আমি তোমার প্রানের এক সুপ্ত আশা
তাই তো পেয়েছি মাগো তোমার ঐ নিভৃত ভালোবাসা ।
মেঘবর্ণ তোমার দু'হাতের কোমল হিমেল পরশে
বিন্দুর মাঝে সিন্ধু খোজে নেয় এই হূদয় আমার রিমঝিম বরষে।।
স্কন্ধে মোর চেপে বসেছে আজ আত্নগ্লানির সুর
এই সবই ভুলে হতে চাই মা আমি তোমারই চিত্তে বিভোর।
মাগো আজ আমি রিক্ত
তোমার ঐ ভালোবাসা দিয়ে করবে না মোরে সিক্ত
ও....মা দিবে না তুমি,
দাও না মা , এক মুঠো শুভ্র চিলতে ভালোবাসা ।।
dedicated to--- 'আম্মু'
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫২