তারনায় সন্তস্র, বিক্ষোব্ধ বিরোধ,
ঘাতে ঘাতে সমর্পণের পূবর্ক্ষণ।
কষাঘাতে খামচে তুলি শূন্যে মিলাই
অপ্রকাশিত যাতনা বোধ ।
নিকষ অন্ধকারে হাতরে হাতরে ঠায় চলা,
বিবর্ণ ,বিভষ চেতনার চূর্ণ বিচূর্ণ কনা,
একে একে ঢেকে মিশে যাই-
আরো বেশি অন্ধকারে।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৫৫