সমর
*আমান আহসান*
প্রসূত বাক্যগুলো নিঙরে বুকের পাজর
খামচে ধরে কন্ঠ, অবরুদ্ধ করি আমি ।
ষড় তন্ত্রের গড়ল পন্থায় নিকষ বিষে
আহত আমাতে হাতরে বেড়ায় পঞ্চভূক ।
হাড় মাংসের আমি আর অবিনশ্বর আমি,
অহর্নিশ যুদ্ধে যুদ্ধে বিরান সত্ত্বা,
পরাজিত, আহত, তবু বয়েই চলি-
জীবনকে নিয়ে, গ্লানী অথবা বিষাদ নয়
সুখ এবং যন্ত্রণার পারস্পরিক সহনীয়তায়।।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১২ ভোর ৪:০৭