আমি বিচরণকারী তারাগুলি অনুসরণ করে পথ পাড়ি দিবো,
আমি ছুঁটে চলছি নতুন কোনো অনুসন্ধানে
আমার পথ যাত্রা সঙ্গি এই উড়াল পঙ্খিরাজ ঘোড়া।
এই প্রথম খুব কাছ দেখা হলো রৌপ্য আলোর সরল রেখা ,
এত দেখছি তবুও হয়নি শেষ যেন দেখা।
তবে চাঁদ এখনো খুব উঁচু সে আমার নাগালের বাইরে,
করিনা ভয়,
করবো চন্দ্র বিজয় ।
আমি আছি দাড়িয়ে সাদা মেঘ নয় যেন সমুদ্রের অন্ধকারে মুখোমুখি,
আমি এখন জয় পরাজয়ের মাঝেও বড় সুখি।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫০