ইতি মধ্যে নিশ্চয় আমরা সকলে জেনে গেছি যে আলুর দাম হু হু করে বেড়ে চলছে । অলরেডি এখন ৫৫ থেকে ৬০টাকায় কেজি প্রতি
দাম চলছে। আচ্ছা বলেনতো কিছু দিন যদি আমরা আলু না খাই তাতে কি আমাদের কোনও ক্ষতি হবে ?
আমার কাছে মনে হয় ক্ষতি হবে না।আলুর পরিবর্তে অনেক শাক সবজি আছে যা আমরা খেতে পারি । যদিও শুধু আলুই না মোটামুটি
এখন আমাদের দেশে সব রকমের সবজির বাজার দর ওই একই প্রায় ৫০ থেকে ৬০টাকায় কেজি প্রতি চলছে ।আমর কাছে মনে হয়
এখন আমরা কাঁচা সবজি একটু কম খেয়ে যদি বেশি বেশি গুরো মাছ বা বড় মাছ খাই পাশাপাশি যেমন বয়েলার মুরগি মাংস কেজিও
মনে হয় ১২০টাকা বা ১৩০টাকা সেটাও খেতে পারি।এতে করে আমাদের শরীরেও প্রযাপ্ত পুষ্টি শক্তি ও আমিষও পাবো।
তাই বলছিলাম কি আসুন কিছুদিনের জন্য আমরা আলু খাওয়া বাদ দিই ।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৩