সমস্যা ছিল প্রায় অনেক টাকার তার মধ্যে মোটামুটি ২০ থেকে ৩০হাজার টাকার মত সংগ্রহ করেছি কিন্ত বাকি ২০ বা ৩০হাজার
টাকা সংগ্রহ করার মত কোনো ব্যবস্থা নাই

২০থেকে ৩০ হাজার টাকা লোন দেন।

দুই থেকে তিন মাসের মধ্যে টাকা পরিশোধ করে দিবো ।তবে টাকাটা আমার খুবই জরুরী প্রয়োজন। কেহ দিতে আগ্রহী থাকলে জানাবেন
বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবো । আবার ফেরত দেওয়ার সময় আমিও আপনাদের বিকাশ নাম্বারেই পাঠিয়ে দিবো। প্লীজ হেল্পমী ।
টাকাটা আমার এক পরিচিত অসহায় গরিব লোকের চিকিৎসার পিঁছনে ব্যায় করা হবে। তবে লোন কৃত টাকাটা ফেরত দিতে
দুই তিন মাস সময় লাগার কারন হল এই টাকাটাও আমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের পক্ষ থেকে ঈদের বেতন বনাসের টাকা হতে কালেকশন করে ফেরত দিবো।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৯ রাত ১:১৫