যে কেউ ই মত প্রকাশ করতে পারে। ব্লগ এটাকে আরও সহজ করছে। সবাই জানি। তাইলে এটা শুনেন।
সিধু দা একজন গুণী ব্যক্তি। উনার ক্যারিয়ার ছিল, মানে চলে আর কি। এখন তিনি অনেক কিছু বয়ান দেন। তাতে ক্রিকেট সমাজ উপকার পায়

সে আগেও বাংলাদেশ কে নিয়া অনেক কিছু বলছিল, শুনছিলাম, কিন্তু নিজের চোখে দেখা হয়নি, কানেও শোনা হয়নি। এবার দেখলাম শুক্রবার এ খেলার আগে। সিধুর সুনাম(!) দেখে ভাবলাম দেখি কি কয়। হারসা একটা কি যেন বলছিল বাংলাদেশ কে নিয়ে ( সঠিক কি যে বলছিল মনে নাই, আমি আবার বেশি বুঝি তো তাই)।সিধু দা দেখি বলে " না না হারশা তারা এত ভাল নয় .... "


ভাল কথা। তাই আমি দাবি জানাই, সিধুর সামুর অ্যাকাউন্ট চাই। আসল নামে, আসল পরিচয় এ। বাংলায় না হোক, ইংরেজি তে লিখুক, না হলে কেউ বাংলা করে দিক। প্লাস মাইনাস অপশন দেওয়া হোক। কেন? ধুমাইয়া সবাই মনের ঝাল মিটাইতে চায়। সামু না হলেও অন্য কথাও সে তার মন্তব্য করতে পারে, কিন্তু তাতে ফিডব্যাক এর সুবিধা থাকতে হবে। সে বলেই যাচ্ছে, কিছু শুনবেনা, তা কি হয়?
আমার ব্লগ ইতিহাসের সবচেয়ে বড় লেখা এইটা। আজাইরা হলে মাইন্ড খাইয়েন না।
