আমার বউটা প্রায়ই ধুম করে ক্ষেপে যায় আমার উপর।



যাই হোক, বউয়ের রাগ ভাঙ্গাতে আমার মোক্ষম হাতিয়ার পদ্মাণু। তারই কিছু পাবলিকলী হাজির করে ফেললাম। এই পোস্ট নিয়ে উনি ক্ষেপলে পোস্টটা আরও পুষ্ট হবে ইনশাল্লাহ, কারণ সেই রাগ ভাঙ্গাতে আরও কিছু পদ্মাণুর জন্ম হবে হয়তো।

১.
এক মানবীর হাতটি ধরে স্বপ্ন উড়াই
ভুলটি করে তাহার থেকেই পালিয়ে বেড়াই।

২.
স্বপ্ন দেখি গড়বো বলে,
পা ফেলি পথ চলবো বলে,
জেগে উঠি বাঁচবো বলে,
ভালোবাসি বাসবো বলে।
৩.
তোমার আমার সকল কথা,
দু'টি প্রাণের জমাট ব্যথা
রইলো জমা পাখির কাছে,
বন-বনানী- ফুলের কাছে
আমরা শুধু রইবো বসে
চুপটি করে, চোখটি মেলে।
৪.
ভাবনার মেঘ,
কল্পিত ঝড়।
ভাবনা ফুরায়,
রয় ভাঙ্গা ঘর।

৫.
ঝরা পালক,
ছিন্ন মুকুল।
ক্ষণিক আবেগ,
সবহারা ভুল। :
৬.
তোমায় ভেবে রাত্রি জাগি,
দিবস কাটাই ঘুমে।
ঘুমের মাঝে স্বপ্নে চেপে
চক্ষে আসো নেমে।
[পরে আরও যোগ করার আশা রাখছি]
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৩৯