হাকীম আল-মীযান।
মানুষের ম্যানুয়াল আল-কুরআন
পুরোপুরি মিলে যায়- নাই ব্যবধান;
সফট্ওয়্যার ছাড়া হার্ডওয়্যার চলে না
কম্পিউটার হয়ে পড়ে; তাই নিস্প্রাণ।
মানুষ যদি ভবে হতে চাও কেহ
সোজাপথে চালাতে হবে মাটির দেহ;
আশরাফুল মাখলুকাত; শোন হে! মানুষ
একদিন মরতেই হবে; তাই সাবধান।
ম্যানুয়াল ছাড়া কেউ চললে পরে-
জ্বলবে আগুন তাঁর প্রশান্তির ঘরে;
মরিচা ধরে তালা যাবে হায়!
সময় থাকতে সাজাও ঈমানের বাগান।
রচনাকাল:
১৬/১১/২০০৬ইং।
সংশ্নিষ্ট কিছু কথা:
১। গজলটি লেখার ক্ষেত্রে এটাই বুঝাতে চেয়েছি যে;
কম্পিউটারের ক্ষেত্রে যেমন শুধু হার্ডওয়্যার থাকলেই হয় না
তাকে জীবন্ত করার জন্য সাথে লাগে সফট্ওয়্যার।
তেমনি মানুষের শুধু দেহ থাকলেই হয় না
জীবন্ত হবার জন্য লাগে প্রাণ;
যাকে আমরা আত্মাও বলে থাকি।
আবার দেহ এবং প্রাণ নামক হার্ডওয়্যার এবং সফট্ওয়্যারকে
যে নিয়মে চালাতে হয় তা হলো; একটা ম্যানুয়াল।
কুরআন আমাদের এ দুনিয়ার জীবনে
সোজাপথে চলার এক অনন্য ম্যানুয়াল ।
তাই;
ম্যানুয়াল মতো দেহ-মন অপারেটিং করে
সুন্নতের এ্যাপলিকেশন দিয়ে জীবন গড়ে;
সওয়াবের পাল্লা ভারি করলে আমলনামায়
কামিয়াব হবেই তখন মানব দেহে প্রাণ।
এ লাইন ৪টি মূল গজলের অংশ থেকে
আপাতত: বাদ দিয়েছি।
পাঠকের কাছে ভালো লাগলে জুড়ে দিবো
ইনশাআল্লাহ।
২। গজলটি একটু ভিন্ন মেজাজ তথা
অলংকরণের ক্ষেত্রে কম্পিউটার সংশ্লিষ্ট কিছু শব্দ
এবং চিন্তা-চেতনা প্রয়োগ করেছি।
মুসলমান ভাই-বোনদের কাছে
আবেদন;
নিরপেক্ষ দৃষ্টি দিয়ে;
কেমন হয়েছে ? জানাবেন।
সুন্দর পরামর্শ দিয়ে
সাহায্য করলে ধন্য হবো।
এখানেই ইতি টানছি।
ধন্যবাদান্তে:
হাকীম আল-মীযান।
তারিখ;
০৬/০৫/২০১৬ইং।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ রাত ১:৫৪