হাকীম আল-মীযান।
দুনিয়াতে; ছিলাম না একদিন
দুনিয়াতে থাকবো না চিরদিন,
মাটির ঐ অন্ধকার ঘরে-
কাটাতে হবে বহুদিন।
মুনকার-নাকির করবে সুয়াল
হতে হবে তাঁদের সম্মুখীন;
তোমার রব কে? রসূল*ই বা কে ?
দুনিয়াতে কি ছিলো তোমার দ্বীন ?
কবর থেকে হাশরের ময়দানে
উত্থিত হবে সবাই একদিন;
যার যার চিন্তায় সেই পেরেশান
বিচারের রায় হবে কি সেইদিন ?
*(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
রচনাকাল: ০২/০৯/২০১৩ইং।
সংশ্লিষ্ট কথা:
১। এ গজলটির ২য় স্তবকের ৪টি লাইন তথা
বিশেষ করে-
তোমার রব কে? রসূল*ই বা কে ?
দুনিয়াতে কি ছিলো তোমার দ্বীন ?
এ লাইন দু'টি মিলাতে গিয়ে
মহান আল্লাহপাক আমাকে
কিভাবে যে সাহায্য করেছেন;
তা ভাষায় প্রকাশ করা দূরহ।
শুধু এতটুকুই বলতে পারি;
কেউ যদি তাঁর কাছে চায়;
আর তিনি যদি কাউকে কিছু দেন;
তবে;
অনেক কঠিন জিনিসও
সহজ থেকে অতি সহজতর হয়ে ওঠে।
-আলহামদুলিল্লাহ।
২। নিজেকে কারো কাছে কোন বড় কিছু হয়ে গেছি;
এমন কোন ভাব বোঝাবার জন্য উক্ত সংশ্লিষ্ট কথাগুলো লিখি নাই।
শুধু বুঝাতে চেয়েছি;
মহান আল্লাহপাক সত্যিই মানুষকে সাহায্য করেন এ কথা ।
৩। এ গজলটি আমার নিজের কাছে খুব প্রিয়
আশা করি; আপনাদের কাছেও ভালো লাগবে।
সুরসহ শুনাতে পারলে আরো অনেক ভালো হতো।
ভবিষ্যতে সম্ভব হলে চেষ্টা করবো ইনশা-আল্লাহ।
ইচ্ছা পূরণের জন্য দু'আ চাইছি-
পাঠক ভাই-বোনদের কাছে। আমীন।
ধন্যবাদান্তে:
হাকীম আল-মীযান।
তারিখ:
০৬/০৫/২০১৬ইং।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ রাত ১২:৪৫