হাকীম আল-মীযান।
কুরআনের চেয়ে সুন্দর
হতে পারে না তো কিছু;
হাদীসের চেয়ে সুন্দর
হতে পারে না তো কিছু।
ঘুরছি তবু ধোকায় পড়ে
বাতিলের পিছু পিছু।
কুরআন আল্লাহর শ্বাশত বাণী
সৃষ্টি ও পালন কর্তা যিনি;
হাদীস রাসূল* এর অমীয় বাণী
খুঁজে দেখ; আছে তাতে কত যে মধু!
কুরআন, হাদীসেই সব সমাধান
সার্বিক মুক্তির প্রকৃত বিধান;
দুনিয়াবী চেতনায় মানব হৃদয়
হারিয়ে ঈমান হয়; নিভু নিভু।
কুরআন সত্য শান্তির পথ
হাদীস মাঝে আছে সোজাপথ;
কুরআন, হাদীস ছাড়া আখিরাতে
আসবে না কাজে কোন কিছু ।
----০----
* (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
রচনাকাল: ১৯/১০/২০০৬ ইং।
সংশ্লিষ্ট কিছু কথা:
১। উপরোক্ত গজলটি সম্পূর্ণ ইসলামী চিন্তা-ধারায় রচিত।
ভিন্ন কোন দৃষ্টিতে অনুধাবন করা বাস্তবে সম্ভব নয়।
২। সারা বিশ্বের সব মানুষের হিদায়াত এবং দুনিয়া ও আখিরাতে শান্তির জন্য
মহান আল্লাহর পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন; আমাদের নবী স: এর প্রতি নাযিল করেছেন।
আমরা বিশ্বাসীরা প্রকৃতপক্ষেই অনেক অনেক ভাগ্যবান-আলহামদুলিল্লাহ।
৩। ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা; তা কুরআন, হাদীস অধ্যয়ন না করলে বুঝা সম্ভব নয়।
তাই; প্রথমে নিজেকে বুঝ দেবার জন্যই গজলটি লিখেছিলাম।
ধন্যবাদান্তে:
হাকীম আল-মীযান।
০৫/০৫/২০১৬ইং।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ ভোর ৬:০৬