কথা ও সুর:
হাকীম আল-মীযান।
ঘর থেকে এক পা বাড়াবার
শক্তি আমায় কে দিয়েছে ?
বাতাস থেকে অক্সিজেন নেবার
শক্তি আমায় কে দিয়েছে ?
বলো, বলো, বলো;
সে যে কে যে ?
সে যে আমাদের সেই মহান রবে।
চোখ দিয়ে দুনিয়াটা দেখার
কান দিয়ে আওয়াজ শোনার,
মুখ দিয়ে কথা বলার-
হাত দিয়ে কাজ করার,
শক্তি আমায় কে দিয়েছে ?
বলো, বলো, বলো;
সে যে কে যে ?
সে যে আমাদের সেই মহান রবে।
শুকনো মাটিতে ফসল ফলাবার
গভীর সমুদ্রে মাছ ধরবার,
গ্রহ থেকে গ্রহান্তরে ঘুরে বেড়াবার
বাহির থেকে আবার ঘরে ফিরবার,
শক্তি আমায় কে দিয়েছে ?
বলো, বলো, বলো;
সে যে কে যে ?
সে যে আমাদের সেই মহান রবে।
ভালো বাসো বাসো, ভালো বাসো তাকে
ভালোবাসার শক্তি আমায় কে দিয়েছে?
বলো, বলো, বলো;
সে যে কে যে ?
সে যে আমাদের সেই মহান রবে।
রচনা কাল:
২২/১০/২০০৬ইং।
* রূহানী গজল প্রকাশের ক্ষেত্রে সিরিয়ালটা ব্রেক করে ফেললাম।
উদ্দেশ্য; পাঠকদের একটু ভিন্ন স্বাদের কিছু উপহার দেয়া।
ধীরে ধীরে শূণ্যস্থান পূরণ করে দেবার আশা রেখে
দু'আ কামনা করছি।
ধন্যবাদান্তে:
হাকীম আল-মীযান।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:২৯