জলের দেহে জল ছিটিয়ে জলকে করি ভাগ
জলের ধারায় ডুবিয়ে দিলাম সকল অনুরাগ
জল গড়িয়ে জল শহরে ছুটছে অবিরত;
জলের দেখায় সুখ খুঁজে জল, কোলা ব্যাঙের মত!
ঐ দেখা যায় পাকুড় বন, পাশ ফেরালে গিরিখাত
আকাশ পানে কোকিল ওড়ে, চাতক খোঁজে জলপ্রপাত।
মৈথুনে মৈথুনে কেটে গেল তেত্রিশ, মৈথুনে চলে হাহাকার
বহুগামী হওয়া এ মন হয়নি পাপী, কী আজব মৈথুনি কারবার!
হতাশার রাতে দ্যাখো একফালি চাঁদ,
আশা দিয়ে ভাষা শেখায়
পোয়াতি পিঁপড়ের সংসারে আমি বরবাদ।
কাক খেয়েছে কাকের শরীর ছারপোকা খায় আলো
ঘুঘুর পেটে জন্মে শকুন, নিকষ আঁধার- কালো!!
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৮