ক্ষীতিশ চন্দ্র মন্ডল স্যার
আমায় বাংলা পড়াতেন
ষষ্ঠ থেকে দশম.. দিনদিন প্রতিদিন...
এক অন্ধ বধুর বুকের যষ্টি মধুর
রস আস্বাদন করিয়েই তবে ছাড়তেন।
.
সেই মেয়েটিও বাংলায় পড়ত
যার কাছে শিখেছিলাম ভালোবাসার প্রথম বর্ণমালা!
শাটল ট্রেনে পাশাপাশি অনুভবে ভালোলাগায়
দু'জন কখন যেন বড্ড কাছাকাছি!
.
একদিন সে ওড়না ফেলে দিয়ে বলেছিল-
' ছুঁয়ে দেখতো আমায়
একটুও কি বুঝে আসে বন্ধু
ভালোবাসি কিনা তোমায়?'
অনুভবের পাগলা ঘোড়ায় চড়ে
সেদিন ছুঁয়ে দেয়া হয়নি ওকে
যার বাউন্ডারি বিহীন বুকের উপত্যকা
প্রলোভনের ক্যাকটাস সজীবতায় ছেয়ে ছিল বলে
ধরা হয়নি- ছোয়া হয়নি- বুঝা হয়নি তাকে!
.
সেই থেকে আজো খোলা হয়নি হৃদয়ের রুদ্ধ দুয়ার
ভালোবাসা প্রেম হয়নি পুড়ে পুড়ে
তাই এখনও শুণ্যতা কেবলি এ হৃদয় জুড়ে।
.
আজো বাংলা নিয়ে মেতে আছি
ক্ষীতিশ স্যার আজ আর নেই..নেই সেই মেয়েটিও
যার বুকের উপত্যকা হতে পারত আমার ভালোবাসার শেষ পাঠশালা!
ভালোবেসেই হেরেছি আমি
এখন ভালোবাসা-ই বিষম জ্বালা।।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৬ রাত ১০:৫৪