আসছে ফেব্রুয়ারি ২০১৪, বের হতে যাচ্ছে ম্যাগাজিন "ভ্রমবিলাস"।
আপনার লেখাও থাকতে পারে ভ্রমবিলাসে যদি আপনি চান।
ছোট গল্প, কবিতা, ফিচার, ফিকশন, রম্য, কার্টূন বা মজার কোন কাহিনী লিখে পাঠান আমাদেরকে।
নতুন লেখক, পুরাতন লেখক কোন ব্যাপার না, ভালো লেখা প্রাধান্য পাবে আগে। নিজের মৌলিক লেখা থাকলে আজই পাঠিয়ে দিন।
ছাপার অক্ষরে নিজের লেখা দেখতে খারাপ লাগবেনা নিশ্চই? :-)
আপনি এই পোস্ট এ লিংক ও পাঠাতে পারেন।
লিখা অবশ্যই বাংলা ফন্টে হতে হবে।
বি.দ্রঃ ম্যাগাজিনটি পাওয়া যাবে ঢাকা শাহাবাগ ও এর আশে পাশের ম্যাগাজিন বুথ গুলোতে।
লেখা পাঠানোর শেষ সময়ঃ ৩০ নভেম্বর ২০১৩.
লেখা পাঠাবেনঃ bhromobilash@gmail.com
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৮