আমার জীবনে আরও একটি প্রেমের আবির্ভাব হইলো। মেয়েদের তৃতীয় নয়নের ব্যাপারে সর্বজন গৃহীত স্বীকারোক্তি থাকিলেও ছেলেদের ক্ষেত্রেও কথাটা সত্য না হইয়া পারে না...!
আমার হৃদয় মন্দির নাড়াইয়া দিয়া দেখি বালিকা হনহন করিয়া হাঁটিয়া চলিছে। এপাশ ওপাশ তাকাইয়া ফিরিয়া আমার নিকট হইতে কিছু ভাল-মন্দ শুনিবার আশায় বুক বাঁধিয়া রহিয়াছে। বালিকা সবিশেষ ভালো বলিয়া তাহাকে নেতিবাচক কিছু বলিবার সিদ্ধান্ত আজো চূড়ান্ত করিতে পারি নাই। যে ঘরেই যাক তাহার মঙ্গল হোক, আহা......।
বালিকার তৈরি মায়াকুঠুরি থেকে খুব দ্রুত বাহির হইয়া আসিতে পারিবো বলিয়া ভাবিতে পারিতেছি না। তাহার ছলাৎ ছলাৎ হাঁটিয়া যাইবার মাঝে ঢেউ খেলানো কেশগুলো বড়ই পীড়াদায়ক। বুকের মাঝে খচ করিয়া যেন খঞ্জরি চালাইয়া যায়। সামান্য রক্তক্ষরণ ঘটিয়া যায় বুঝিতে পারি। তাহার ছলনায় ভুলিবোনা মনস্থির করিয়া নিত্তদিনের কার্যে মনোনিবেশ করি।
কিন্তু একি সর্বনেশে মায়া, হোঁচট খাইবার পরও শিক্ষা গ্রহন করিতে পারি না। বালিকার ভালোবাসা ক্ষণে ক্ষণেই বিরাট আকার ধারণ করিতেছে বুঝিতে পারি, কষ্ট হয় না আমার। তাহাকে কি করিয়া বুঝাইবো, আমি যে নিরুপায়...!
বি. দ্রঃ আমি এখনো মরে যাই নি, তাই জানান দিলাম।