মন আমার কাঁদে বৃষ্টিস্নাত একমুঠো বকুল পাবার আঁশায়!
কিন্তু এ কি?
দু'হাত বাড়ালেই শূন্যতা।
দু'হাতে ঠেলে সরাতে পারি না অন্ধকার।
চারিদিকে ঝাঁপসা আলো চোখে বসে যায়।
বৃষ্টির ছিঁটার মত এসে মুখে পড়ে
ঘর্মাক্ত দেহের বোদকা গঁন্ধ।
তবে কি আমি কোন ভীড়ে?
হারিয়ে ফেলেছি স্মৃতি?
চারপাশ থেকে হাজারো মানুষের হাহাকার কানে বাজে,
মৌমাছির গুন্জনের মাঝেও কেউ
গোপন কিছু বলে যায়।
কিন্তু কোন শব্দই মন দিয়ে শোনার ফুসরত আমার নেই।
এত ভীড়ের মাঝেও আমি একা,
চারপাশে শূন্যতা!
শূন্য বাতাসে হাতড়ে,
আঁকড়ে ধরতে পারি না কিছুই।
শব্দগুলো ক্রমশ অস্পষ্ট থেকে অস্পষ্টতর।
অন্ধকার শূন্যতায় বিলীন হয়ে যাই আমি,
তলিয়ে যাই এক অতল গহব্বরে .. .. ..!