২০০৮ এর দিকের ঘটনা। আমাকে অবাক করে দিয়ে সুন্দরী এক অচেনা মেয়ে ফেসবুকে মেসেজ দেয় সে নাকি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে আগ্রহী সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট। তাঁর ইনফো ঘুরে দেখলাম নর্থ-সাউথ ইউনিভার্সিটি





কেন মানুষ ফেইক আইডি ইউজ করে?
আমি এই প্রশ্নটা অনেকের কাছেই করেছি। অনেক ফেইক আইডিকে সরাসরি এই প্রশ্ন করেছি। আবার অনেক ফেইক আইডির ফেসবুক একটিভিটি খুজে খুজে বুঝার চেষ্টা করেছি। সাধারণত ৪ ধরনের কাজের জন্য ফেইক আইডি ইউজ করে মানুষ। এর বাইরেও কিছু আছে। কিন্তু খুচরা জিনিস নিয়ে আলোচনা বাইরে রাখছি।
১. কাউকের সামাজিক ভাবে হেয় করার জন্যঃ সাধারণত প্রেমে ব্যর্থ হয়ে বা ছ্যাকা খেয়ে অনেকে এই কাজটি করে। প্রেম করার সময় নিজেদের কিছু অন্তরঙ্গ ছবি প্রকাশ করার জন্য ফেসবুককে বেছে নেয়। মোবাইল নাম্বার ছড়িয়ে দেওয়া হয় মূলত এই পদ্ধতিতে। চাইলেই একটা আইডি খুলে ইনফোতে মোবাইল নাম্বার দিয়ে তা সবার জন্য উন্মুক্ত করে দেয় ফেইক আইডি ইউজাররা। অনেক সময় পারিবারিক/ব্যাক্তিগত শত্রুতার বশবর্তী হয়ে অনেকে এই কাজটি করে থাকে।
২. বিকৃত মানসিকতার প্রভাবেঃ অনেক ফেইক আইডি ইউজারদের এই সমস্যা থাকে। তাঁরা সাধারণত মেয়ে সেজে বিভিন্ন ছেলের সাথে চ্যাঁট/মেসেজ আদান প্রদান করে। কিছুদিন যাবার পর এরা কিছু যৌন রগরগে ব্যাপার নিয়ে আলাপ শুরু করে। সাধারণ ফেসবুকাররা যারা ব্যাপারটা বুঝতে পারে না তারা এই ধরনের চ্যাট উপভোগ করতে থাকে আর আস্তে আস্তে ফেইক আইডি এর ফাদে পারা দেয়। সাধারণত সমকামীরাই এই ধরনের কাজের জন্য ফেইক আইডি চালায়।
৩. ব্যাক্তিগত স্বার্থের জন্যঃ পিটিসি,গুগল এডের লিঙ্ক,নিজের ওয়েবসাইট/পেইজের প্রচারনার জন্য, ফ্লেক্সি/i-topup চাওয়া ইত্যাদি কাজের জন্য এরা ফেসবুকে ফেইক আইডি চালায়। আমি মূলত এই ধরনের ফেইক আইডি এর শিকার হয়েছিলাম। সাধারণ এই ক্যাটাগরির ফেইক আইডি ইউজাররা অদক্ষ হয় তাদের আসল পরিচয়/উদ্দেশ্য ঢেকে রাখতে। কিছুদিনের মধ্য তাদের আসল পরিচয় বের হয়ে আসলে তারা আইডি চেঞ্জ করে ফেলে। ফেসবুকের সেলিব্রিটিদের ফেইক আইডি গুলা মূলত এরাই চালায়।
৪. রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যঃ ২০০৯ এর মার্চের দিকে এধরনের একটি ফেইক আইডি আমার প্রথম নজরে আসে। আমার একটি ফেসবুক পেইজে সে প্রায়ই বিভিন্ন জ্বালাময়ী কমেন্ট পোস্ট করত। আমি প্রথমে অবাক গিয়েছিলাম AIUBতে পড়ুয়া এই মেয়ে বিএসএফ হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ নিয়ে এত এগ্রেসিভ কমেন্ট আর ছবি(পেইন্টে গিয়ে বাংলায় নিজের বক্তব্য লিখে jpeg ফরমেটে সেভ করা) পোস্ট করা দেখে। সাধারণত দেশের ২ রাজনৈতিক দল বিভিন্ন নামে এই সব কাজ করে বেড়ায়। এছাড়াও রাজনৈতিক ভাবে কোণঠাসা হয়ে পড়া একটি রাজনৈতিক দলের কর্মীরাও খুব একটিভ এই কাজে। গেঞ্জি পড়া একটি মেয়ে সাইদি এর মুক্তির দাবী জানিয়ে/ নেতা কর্মীদের মারধর এর প্রতিবাদে স্ট্যাটাস/কমেন্ট করলে তা অবশ্যই একটু অস্বাভাবিক লাগে। এছাড়াও আছে একটি কমন প্রোফাইল পিকচার এর মেয়ে ফেইক আইডি। যাদের প্রোফাইলে একটিই ছবি দেখা যায় তা হল 'দাজ্জাল কে নাকি খুজে পাওয়া গেছে'। এদের সবারই প্রোফাইল ঘাটলে হিজবুত তাহরীর এর ওয়েবসাইটের লিঙ্ক পাওয়া যায়। যেখানে গিয়ে আরও বিস্তারিত জানার জন্য অনুরোধ জানানো হয়।
সব ফেইক আইডি যে মেয়েদের প্রোফাইল ইউজ করে এমন নয়। কিন্তু নিচের এই কয়টি একবারে কমন এবং এই পিকচারধারীরা ওপেন সিক্রেট এর মত ফেইক আইডি। আপনাদের সুবিধার জন্য কিছু কমন ফেইক আইডি এর ছবি এখানে দিলাম। এদের দেখে কোনদিনও ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড/একসেপ্ট করবেন না। এই সব ছবি যদি কারও প্রোফাইল পিকচার দেখতে পান/ যদি অন্য কেউ প্রমান হয় ফেইক আইডি টেস্ট পজিটিভ তাহলে ফেসবুকের রিপোর্ট অপশনে গিয়ে This profile is pretending to be someone or is fake অপশন ক্লিক করে does not represent a real person এই কারন উল্লেখ করে দিয়ে আসবেন। আর এখানে যাদের ছবি আছে তাদের ছবি যাচাই বাছাই করার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে। কাউকে হেয় করার জন্য এখানে ছবি গুলো দেওয়া হয় নি। ১০০% শিয়র না হয়ে কোন ছবি এখানে দেওয়া হয় নি। মূলত ফেইক আইডি ইউজাররা যেইসব ছবি বেশী ব্যাবহার করে। সেইসব ছবিই এখানে দেওয়া হয়েছে।
বুইরা আদমি থেকে শুরু করে ২মাসের বাচ্চা আবার সাকিব খানের মত ধামরা থেকে আবুইল্ল্যার মত ফেসবুক ইউজারের এইসব ছবিতে কমেন্ট দেইখা আমার আর বাইচা থাকার ইচ্ছা হয় না


এই পোস্টের মূল উদ্দেশ্য হচ্ছে ব্লগারদের ফেইক আইডি সম্পর্কে সচেতন করা। যাতে কেউ যেন এরকম কমেন্টের স্ক্রিনশটে ধরা না পড়ে যান।

[একটি বল্টু মিয়া প্রোডাকশন]
ফেসবুক নিয়ে এই প্রোডাকশনের আরও কিছু পোস্ট যা আপনাদের ভালো লাগতে পারেঃ
একটি ফেসবুক তথ্যকোষ। কোর্স কোড: FBK105


কি তামাশা!!! সব ফকফকা



কি তামাশা!!! সব ফকফকা



ফেসবুকের কিছু ক্রিুয়েটিভ প্রোফাইল পিকচার (পর্ব-১)
ফেসবুকের কিছু ক্রিুয়েটিভ প্রোফাইল পিকচার (পর্ব-২)
বিনামূল্যে ফেসবুক ব্যবহারের দিন ফুরাচ্ছে



## লাইক করতে পারেন ফেসবুকে আমার করা সামহয়ারইন ব্লগের ফ্যান পেইজ।
ধন্যবাদ
