অনেক কষ্টের ত্যাগের পর অর্জনকৃত যে ভাষা আজ তা পথে পথে বিকৃত হচ্ছে। হিন্দি আর ইংলিশ এর মিশ্রণের কারন আর কিছু বাংলা ভাষা ব্যাবহার কারীদের(যেমন RJ ) কারনই মূলত ভাষা বিকৃতির জন্য দায়ী। ভাষা শহীদেরা কি ভেবে ছিল মাত্র ৬০ বছর পর এই ভাষার এতটা বিকৃতি হবে, এই কারনেই কি এত অমূল্য জীবন দিয়ে তারা বাংলা ভাষার জন্য সংগ্রাম করেছিল।
গত বছর কিছু পোস্টার দেখে ছিলাম পুরাতন ঢাকাই যেখানে বাংলা ভাষা কে বিকৃতি করা হয়েছিল ভিনদেশী ভাষা মিশ্রণের মাধ্যমে।
এবং এ নিয়ে আমি প্রতিবাদ করে গত বছর একটি পোস্ট ও দিয়েছিলাম
আর তাকে তার দেয়া ইমেইল anis_lal@yahoo.com এ মেইল ও করেছিলাম। কিন্তু তারপরেও এই বছর আবার এই একই পোস্টার দেয়ালে দেখলাম। আহবায়কঃ ঢাকাইয়া উপ-ভাষা সোসাইটি । আমি নিজেও একজন ঢাকাইয়া এবং পুরান ঢাকাতেই থাকি কিন্তু গতবছরই আমি এই সোসাইটির নাম শুনেছিলাম। এদের আর একটা পোস্টার দেখুন
আজ পথে পথে ভাষার বিকৃতির কারনেই এই ধরনের পোস্টার লাগাতেও
কিছু লোক চিন্তা ভাবনা করছেনা।
পূর্বে প্রকাশিত View this link