মাসের শেষের দিকে পোষ্টটা লিখছি।লেখার সময় ছিলো অনেক এই মাসে কিন্তু পিসি নষ্ট আর সামুতে আগ্রহ পাইনা বলে আর লেখা হয় না।তবুও ভাবলাম সাইবার ক্যাফেতে যখন বসেই আছি তখন লিখে ফেলি একটা পোস্ট।সেপ্টেম্বর মাসটা আমার বিশাল আনন্দের ভেতরেই গেলো!প্রথম আনন্দ হলো মোটামুটি ভাবে গ্রাজুয়েশন শেষ করার।আর পড়াশুনা সাময়িক ভাবে নাই নাই এইটা মনে করতেই খুব খুশি লাগে!আর এরপর ঈদের ছুটিতে জীবনের প্রথমবারের মতো ঈদ করলাম জামালপুরের বাড়ীতে সেইটাও একটা মজার বিষয়।তবে আমার মতো শহুরে নাগরিকের গ্রামের ঈদে তেমন মজা পায় না তবুও টিভি দেখে বই পড়ে ইদ সংখ্যাপড়ে ভালোই সময় পার করলাম।এবার বাড়ীতেও ছিলাম প্রায় ২০ দিন যেটা এবারই প্রথম।বাড়িতে ভালোই লাগে তবে মেশার মতো কোনো সমবয়সী নাই আর কারো সাথে মিশতেও পারি না নিজের অনাগ্রহের কারনে!নানু বাড়িতে ছিলাম ৩ দিনের মতো সেইখানে দারুন লাগছে।রাস্তার পাশেই নদী এর চেয়ে পুলকিত হবার মতো দৃশ্য আর কি আছে!আদর আপ্যায়নে ভালোই ছিলাম!
যাই হোক অনেকদিন পর ঢাকায় আসলাম দেখি ঢাকা আগের চেয়ে ভালো নরকে পরিনত হইছে!কমলাপুর থেকে বাসায় আসতে সময় লাগছে সাড়ে চার ঘন্টা আরো কিছু সময়ে চিটাগাং এই চলে যাওয়া যাইতো!দুইদিন থাকার পরেই চলে গেলাম মৌলভীবাজার! দারুন জায়গা যে চমৎকার লাগলো সেখানে তা ভাষায় প্রকাশ করার মতো না!দেড়দিন ছিলাম একেবারে দুর্দান্ত ভ্রমন হইছে।ব্লগের রন্টি ভাই বা বন্ধু প্রাকৃত থাকলে আরো মজা হইতো।ট্রেনের জার্নিটাও দারুন।জানালার পাশের যে নয়ানাভিরাম ছবি তা হয়তো স্বর্গের মতোই!
এইভাবেই আনন্দময় দিন পার করলাম এই মাসটায়।আর এই মাসেই আমার ঢাকা শহরে থাকার চার বছর পুর্ন হলাম।আমাকে দেখে আমিই অবাক হই যে এই আমি কি সেই আমি!সামনের মাসে আবার চিটাগাং যাবার নিয়ত আছে আশাকরি সেখানেও ভালো লাগবেই।কারন চিটাগাং এর চেয়ে ভালো জায়গা আমার জন্য এই পৃথিবীতে আর নাই।
যাবার বেলায় দুইটা ভালো লাগার গান শেয়ার করি।এই গানটা নিয়া পোস্ট দেয়া হয়ে গেছে তবুও দিলাম।খুবই ভালো লাগছে নতুন গানের ভিতরে
http://www.youtube.com/watch?v=vYsfSlEBh5Y
এইখানে পুরাটা গান
Click This Link
আর একিই সিনেমার আরো দুটা পছন্দের গান!
শ্রেয়া ঘোষালের গাওয়া
Click This Link
রুপমের গাওয়া
Click This Link