লেখার মতো অনেক কিছুই থাকে মাথায় কিন্তু ব্লগে তা লিখতে ভালো লাগে না!আর ব্লগ কেনো জানি আর আপন আপন মনে হয় না আর তবুও ব্লগে আসি দেখি পোস্ট কিছু, সম্ভব হলে কমেন্ট করি কিছু এই ভাবেই চলছে!মাসতামামী টাইপের একটা পোস্ট লেখতে মন চাইলো।তাই মাসের শেষ দিনে এই সব লেখার চেষ্টা!
মার্চ মাসটা কেমন গেলো?এমন প্রশ্ন যদি কেউ করে তাহলে বলবো এক কথায় দারুন।কারন এমন মাস পার করছি খুব কম এই ঢাকাতে।মার্চ মাসের শুরুর দিকেই মিডটার্ম ছিলো ভালোই হলো পরীক্ষা গুলো।পরীক্ষাগুলো ঠিকঠাকের পরই হঠাৎ করেই এক সকালে চট্টগ্রামে রওনা দিলাম।রাতেও জানতাম না যে চট্টগ্রামে যাবো সকালবেলায়।কোনো প্রস্তুতি ছাড়া এই ভাবে যেয়ে দারুন মজা পেলাম।বন্ধুদের যখন বললাম আমি চট্টগ্রামে আসছি কেউ বিশ্বাসই করতে পারে নাই।তিনদিন ছিলাম ভালো লাগার শহরে দারুন কাটছে গল্প আড্ডা মজাতে পুরানো বন্ধুদের সাথে।খালি কস্টের জায়গা এতোটুকুই যে ব্লগার নাঈম মামার বাসায় যেতে পারি নাই বারবার বলা সত্ত্বেও।এই জন্য খানিকটা অনুতপ্ত , মামাও পাইছে দু:খ।এই ব্লগের মাধ্যমে আবারো বলি মামা আমি ভীষন দু:খিত যেতে না পারার জন্য!সামনে যাবোই তোমার বাসায়!
চট্টগ্রাম থেকে ফিরলাম এক কাকঢাকা সকালে।তিনদিন ক্লাসটাস করলাম এরপরই আবার গেলাম নিজের গ্রামের বাড়ী জামালপুরে।জামালপুর ছোট একটা মফস্বল শহর।ট্রেনে চেপে যখন ঢাকা থেকে যাচ্ছি জানালাতে কি সুন্দর সবুজ দেখা যায় তা অকল্পনীয়।আর ভাবছিলাম বাংলাদেশটা আসলেই খুব সুন্দর।জামালপুরে দিনগুলো গেছে জমিদারের মতো।আমি জামালপুরে গেছি খুব বেশি বার নয়।তাই কেউ চিনে না যখনই নিজের বাপের নাম কই তখনই সবাই উচ্ছসিত চোখে আমার দিকে তাকায়।কি যে মজা লাগতো তখন।কিছু চাওয়া মাত্রই হাজির হয়ে যায় তবে সমস্যা হলো পল্লী বিদ্যুতের বিখ্যাত লাইন।১৬-১৮ ঘন্টা কারেন্ট থাকে না একেক দিন!তবুও দারুন লাগছে এই জামালপুরে সাতদিনের থাকাটা। আপন আত্নীয়দের ভালোবাসায় শিক্ত হয়েছি!এক ভোরবেলা সাতটার ট্রেনে জামালপুর যখন ছেড়ে আসছিলাম তখন মনে হচ্ছিলো নাড়ীর বাধন একটা বিশাল বড় ব্যাপার, অস্বীকার করা অসম্ভব।এই ভাবেই ঢাকায় আসলাম আবারও শুরু হলো ব্যাস্ততার ও সংগ্রামের জীবন।পানি নাই বুয়া নাই কারেন্ট নাই খালি নাই নাই আর নাই
তবুও ভালৈ চলতেছে দিন। মুহাম্মদপুরের বাশবাড়ীর সম্প্রতি পোড়া বস্তিটার দিকে যখন তাকাই তখন মনে হয় জীবন পার করতেছি জমিদারের মতো আমার আর ভাবনা কি!
মার্চ মাস উপলক্ষে প্রিয় মানুষ প্রিয় শিল্পী সায়ানের একটা স্বাধীনতার গান!
http://www.youtube.com/watch?v=s_Ha6aIboRc
প্রতুল মুখ্যোপাধ্যায় বাংলাদেশে আসলো দেখতে পারলাম না অনুষ্ঠানটা।তার স্মরনে একটা মজার গান
http://www.youtube.com/watch?v=mPIYqtuo_wo