এক ঈদেই আমার ব্লগে আসা।সময়টা তখন ভালো যাচ্ছিলো না সারাদিন বাসাতেই থাকতাম।ব্লগেই তখন আকন্ঠ ডুবে থাকা।এরপর ব্লগে রেজি করা পোস্ট লেখা বন্ধু বান্ধব পাওয়া নানা মানুষের সাথে পরিচয় হওয়া।এই ভাবেই শুরু পথচলা।ব্লগে নানা সময় নানা উদ্ভট অস্থিরতা শুরু হয়।পরিচিত বন্ধুরা ব্যান খায়।আমি প্রথম দিকে খুব কষ্ট পেতাম এরপর আস্তে আস্তে গা সয়ে যায়।ধীরে মনে হয় আমি তো ব্যান খাই নাই আমার তো কোনো সমস্যা নাই।বেশরম নির্লজ্জের মতো পড়ে থাকি এই ব্লগে।নিজের বন্ধু,প্রিয়জনেরা ব্যান খায় তবুও চুপচাপ সয়ে যায়।বারবার বলি আসবো না তবুও আবার ফিরে আসি।এরচেয়ে বড় কপটতা আর কি থাকতে পারে!
আসলেই আমি বড় নির্লজ্জ, বেহায়া, বেশরম, স্বার্থপর।নয়তো কি এই নষ্ট ব্লগে থাকি বা সামনেও পড়ে থাকবো।দু:খ হয় নিজের জন্য!আর হয় গ্লানিবোধ!
পোস্টটা আরো আগে লিখতাম।সময় পাইনি লেখার.......
সবাইকে ঈদ মুবারক!