নাঈম ঢাকায় আসবে আগেই জানতাম।কিন্তু কিছু চমৎকার দিন কাটবে সেটা জানা ছিলো না!কিযে দারুন গেছে বলার মতো না।খাওয়া, দাওয়া রিকশায় ঘুরা সব মিলিয়ে ফাস্টক্লাস

আর আড্ডা গল্পতো ছিলোই সাথে।চা ও খাওয়া হয়েছে প্রচুর!তার মাঝে বই কেনা, বই নিয়ে আলোচনা স্মৃতি ভবিষৎ ভাবনা,ব্যাক্তিগত চিন্তা টুকিটাকি সবই ছিলো আড্ডার ফাকে।এমনিতেই মামা আপন লোক।তার ভেতর এই চারদিনে আরো আপন আত্মীয় মনে হচ্ছে! মামা বড় ভালো মানুষ।এমন ভালো মানুষ খুব কমই দেখছি আমি।যদিও সামনে প্রশংসা করা ঠিক না তবুও করলাম।কারন প্রশংসা তার প্রাপ্য!
মামা ভালো থাকো।অনেক শুভকামনা।ভালো মতো চলে যাও সেই স্মৃতির শহরে! ভার্চুয়াল সম্পর্ক জিন্দাবাদ!আর বেচে থাকুক মামা-ভাগিনার দারুন সব মুহুর্ত গুলো
যাবার আগে মামার একটা প্রিয় গান!
http://www.youtube.com/watch?v=x96FmOl7tR4
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:৪৮