রোজা শেষ হয়ে গেলো ঈদও শেষ।এবারের রোজার দিনগুলো বড্ড ব্যস্ততায় চলে গেলো! ব্লগে আসিই নাই বলতে গেলে! ক্লাস, পরীক্ষা,সেহরী, ইফতারী, তারাবী, খাওয়া, ঘুম, নামায, আড্ডাবাজী এগুলো করেই কেটে গেলো কোনোরকমে।খুব একটা ভালো কাটে নাই!আগে রোজার দিন গুলো কি দুর্দান্ত পার করছি এখন ভাবলেই এখন কান্না পায়!
খুব ছোটবেলা থেকেই রোজা রাখার চেষ্টা করতাম।কিন্তু খিদে লাগা আর আম্মুর কারনে রাখা হয়নি!তবে সেহরী খাইনাই এরকম দিন খুব কমই গেছে!তবে আম্মু আমাকে ডাক দিতো না কারন তখন ছোটো মানুষ।তবুও কুনো অদৃশ্য শক্তির কারনে উঠে যেতাম পেট ভরে খেতাম দুপুরেও খেতাম আর ইফতারীতে নানা আইটেমের খাবার আর সারাদিন কাটতো খেলা গল্প গান নিয়ে।
একটু বড়ো হলেই রোজা রাখা শুরু করলাম!তখন রোজা ছিলো শীতের দিনে বার্ষিক পরীক্ষা শেষে।একটা সুপার্ব টেপ টেনিস ব্যাট ছিলো আমার।তখন ছেলেদের ক্রীড়া সরন্জাম খুব একটা নেই খুব সকালে সবাই আসতো ডাকতে শান্ত খেলতে যাবি না আমার কি আনন্দ সেটা বলার মতো না!সারাটাদিন ধরে চলতো খেলা।কি এনার্জিটা ছিলো তখন!আর তারাবীহ নাম করে বাসা থেকে বের হয়ে কত যে উল্টাপাল্টা কাজ করছি তার হিসাব নাই!চট্টগ্রামে আসার পরে আরো পাল্টে গেলো রাতের বেলা শুরু হলো ব্যাডমিন্টন খেলা।কি যে মজা লাগতো শীতের দিনের রোজার ব্যাডমিন্টন খেলতে তা বলে বুঝানো যাবে না!তবে সমস্যা ছিলো নেভাল পুলিশ নিয়ে উনারা এসে প্রায়ই খেলায় বাগড়া দিতো।আমি খুব ভালো যে খেলতে পারতাম তা নয় তবুও ভালো চাদা ও খেলার প্রতি প্রচন্ড আগ্রহ থাকার কারনে ভালো দাম ছিলো বন্ধু মহলে!
কলেজে উঠেও চেষ্টা করছি খেলাটা নিয়মিত করার জন্য!কিন্তু নেভী থেকে পারমিশন না দেবার কারনে আর খেলা হয়নি।এরপরের রোজার দিন রাতে গুলোতে চলতো প্রানভরে আড্ডা!কত কথা নিয়ে আড্ডা তার কোনো সীমানা নেই।আর সব রোজাতেই খুব সারম্বরে পালন করা হতো ইফতারী পার্টি।এই আয়োজন নিয়ে ঝগড়া ফ্যাসাদ মনোমালিন্য লেগেই থাকতো!তবুও বন্ধু্ত্ব টিকেছিলো দারুন ভাবে।ইন্টারমিডিয়েটের রেজাল্ট বের হবার পরের রোজার দিন গুলোতে শুরু হলো সংকট!সামনে পরীক্ষা সবাই ব্যাস্ত পড়াশুনায়।তার ভেতরও আমরা কয়েকজন চমৎকার সময় পার করছি।পোলাপাইন যারা পড়তো সারাদিন তাদেরকে গালাগালি করাই ছিলো এক মাত্র কাজ!আর আড্ডা খোলামাঠ থেকে শিফট করলো চায়ের দোকান মার্কেটের চিপায় নয়তো পতেংগা বিচে।নিজের ভেতর বড়ো বড়ো ভাব নিয়ে ঘুরে বেড়াতাম পুরা চট্টগ্রাম শহরময়!
আর এখন রোজার সারাদিন এতোই ব্যাস্ত কাটে!যে রোজা আছি তাই মনে পড়ে না!তবুও হতাশ হই না।কারন সবার মনেই এই খারাপ লাগাটা কাজ করে।আর দিনতো খারাপ কাটছে না!তবুও মানুষের কাজই অতীতের সময়কে ভালো লাগানো যদিও অতীত চমৎকার ছিলো কিনা তাও প্রশ্ন সাপেক্ষো!তবুও অতীতের কাছেই আশ্রয় নেয় মানুষ!
বেহুদা একটা পোস্ট লেখলাম।এই মাস প্রায় শেষ তাই ব্লগে অস্তিত্ব জানানোর জন্য এই পোস্ট লেখা
সায়ানের একটা অপ্রকাশিত পছন্দের গান। মন খারাপ হলেই গাই!
http://www.youtube.com/watch?v=HXmKbjcwrLY