আইজকা মনটা ভালাই!হেভ্ভী মওজে ছিলাম।কিছু দারুন মানুষদের সাথে সময় কাটাইছি!সাথে হেভী খানাদানা

আগে বাসায় ফিরলাম।আইসাই দেখি কেস খারাপ!মুখবই খুইলাই দেখি রন্টি ভাইয়ের জন্মদিন!
খুশিতে মনটা ভইরা গেলো!তাই একটা পোস্ট লেখতে মনে চাইলো!
রন্টি আমার ব্লগ জীবনের অন্যতম সেরা বড়ভাই কাম বন্ধু!বন্ধু্ত্বের কোনো বয়স নাই তাই তিনি আমার বড় ভাই হইলেইও আমার খুবই কাছের মানুষ!ব্লগে তার সাথে খাতির হইছিলো নচিকেতার একটা গান পাঠানোর মাধ্যমে।সেই থেকে শুরু, এরপর ক্রমে ক্রমে বন্ধুত্বের গ্রাফ খালি উর্ধমুখী হইছে!কোন এক অদ্ভুত কারনে তিনি আমাকে ব্যাপক ভালোবাসে!আমি মুগ্ধ হই আমার মতো একজন কমদামী মানুষ তার এতো ভালোবাসা পেয়ে!
আমার বেশির ভাগ ছাইপাশ পোস্টে তার বিশাল বিশাল রীতিমত অবাক করেছে!রন্টির কমেন্ট ছাড়া আমার পোস্ট যেন পুরাই শুন্য!তার লেখারও আমি বিশাল ফ্যান তার চেয়েও বড় ফ্যান ব্যাক্তি রন্টির। অসাধারন এক মানুষ!তার নানা ধরনের স্বপ্নের কথা আমার দারুন ভালো লাগতো!জীবনকে নিয়া স্বপ্ন দেখার এক দুর্দান্ত সাহস আছে তার!এমন সাহসী লোকের খুব অভাব এই দুনিয়ায়!
আর কথা বাড়ায়া লাভ নাই।ইহা নিতান্তই ব্যাক্তিগত ভালো লাগার গল্প!ব্লগে লেখলাম কারন ভালো লাগলো লেখতে তাই!
শুভ জন্মদিন রন্টি ভাই!অনেক ভালো থাকেন!আপনার আমার বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকুক জীবনভর
