সময় গুলা পার হচ্ছে খারাপ না!বাসা আর ভার্সিটি এই নিয়েই জগৎ!কোথাও যাই না যেতে ভালোও লাগেনা!আগে এমন ছিলো না বাইরে প্রচুর থাকতাম। নানা আড্ডায় শরীক হইতাম, এখন যাই খুব কম বাইরে কিছু বন্ধুর বাসায় যাই মাঝে মধ্যে প্রয়োজন পড়লে।
তাই সারাদিন নেট টিভি নিয়েই আমার সংসার।টিভিতে ক্রিকেট থাকলে তো কথাই নাই ঐটাই দেখি এছাড়া সারাক্ষন চ্যানেল পাল্টাই কোন কিছু দেখলেই মনে হয় অন্য কোনো কিছু মিস করতেছি না তো!এইভেবে কিছুই ভালো করে দেখা হয় না!আর ব্লগ তো সারাদিনই খোলা কি পোস্ট আসতেছে সবই দেখতেছি।ব্লগই এখন আমার জানালা,আর নেটে পত্রিকাতো আছেই খুটায়া খুটায়া সব দেখি!।ইয়াহু মেসেন্জারে অফলাইনে বসে থাকি।পছন্দের লোক লগ ইন করা মাত্রই প্যাচাল শুরু করি!
বাসায় বই পত্র যা আছে সবই পড়া শেষ।হিসাব করে দেখলাম আমার কাছে যা বই নিজের সবই নানা প্রগতিশীল ধারার লেখকদেরআর মুস্টিমেয় কিছু লেখকেরই।যেমন সিরাজুল ইসলাম চৌধুরী,আনু মুহাম্মদ,আখতারুজ্জাম ইলিয়াস,আহমেদ ছফা,জাকির তালুকদার,বদরুদ্দীন উমর আর নানা নতুন পুরাতন লিটলম্যাগ আর কিছু অনুবাদ !সবই সিরিয়াস বই।তাই মনে চায় কোনো পাঠ চক্রের মেম্বার হইতে! ব্লগের কারো পরিচিত কোনো পাঠচক্র থাকলে আমারে দাওয়াত দিয়েন।বই নিয়া আলোচনা করা আর নানা ধরনের বাংলা বই পড়তে মনে চায় খালি!
শান্ত নাম থাকলেও নিজের মনের ভেতরে নানা ধরনের অস্থিরতা!নানা বিষয়ে অস্থিরতা যেগুলা নির্নয় করা সম্ভব না!তাই নিজের আত্মকথনেও কেমন জানি অগোছালো ভাব!যদিও আদতে আমি শান্ত শিষ্ট নিরীহ গোবেচারা টাইপেরই লোক!
বৃষ্টি নিয়া ব্লগে প্রচুর পোস্ট!কোমড় জল পানিতে সবার ভোগান্তির গল্প! আমার বাসা থেকে কিছু দুরেই একটা মিনি বস্তি আছে নাম বাশবাড়ী বস্তি, রিকশা দিয়ে সাত মসজিদ রোডের দিকে এগুলেই চোখে পড়ে!এমনিতেই বস্তি মানেই আবাসনের চরম বিপর্যিত দুর্বিষহ অবস্থা তার মধ্যে একরাতের বৃস্টি কিযে নির্মম পরিস্থিতি সেটা বলার অপেক্ষা রাখে না!
টিভি চ্যানেল গুলা ব্যস্ত মধ্যবিত্তের ভোগান্তি নিয়া কিন্তু যাদের জীবন জুড়ে ভোগান্তি তাদের জন্য আমিও নাই, চ্যানেল গুলাও নাই,কেউই নাই!
পোস্টটা এমনি লেখা!কিছু লেখতে মনে চাইলো তাই লেখলাম
রবী বাবুর একটা গান ঘোরের মত শুনি
সবারই শুনা!
তবুও দিলাম কারন গানটা প্রাসন্গিক এখনো!
সকাতরে ঐ কাদিছে সকলে
শোনো শোনো পিতা
কহো কানে কানে
শুনাও প্রানে প্রানে
মন্গলো বারতা!
Click This Link