স্থান নিয়ে গ্যরাকলে পরতে যাচ্ছে বই মেলা
জ্ঞান আর গল্পের পসরা নিয়ে চলছে খেলা
তবে বই তার পাতা খুলে, দেয় সবারে ডাক
আসো পাঠক, খুলে দাও হৃদয় ভরা ফাঁক।
শিশুরা আস দলে দলে, ছোট্ট হাতে ধর
মলাটে বাঁধা বইয়ের মধুর সুরের ধার
তারা জানে না হয়তো কত শত কিচ্ছা কথা
লুকানো আছে নিয়ে কত না অব্যক্ত ব্যথা ।
যদিও আজকের যুগে চলে প্রযুক্তির উত্তালতা
তবুও বইয়ের প্রেমেই হৃদয়ে বহে অস্থিরতা
কাগজের পাতায় আঁকা শব্দের বিশাল ধার
ভবিষ্যতের পথে পাঠায় চিন্তার গভীর ভার।
বই মেলা শুধুই একটি উৎসবের নাম নয়,
এ আমাদের স্মৃতি, আমাদের আত্মার পরিচয়
যতই ডিজিটাল হোক জীবন, ভরসা বইয়ের ভিতর
মলাটে বাঁধা পুস্তক পাঠে দুর হয় সব কালো আঁধার।
বই মেলা হোক যেখানেই,অভ্যাশমত বই পড়া চাই প্রতিদিন
মাঠের মেলায়, পথের ধুলায়, জ্ঞানের আলো থাকুক অমলিন
বাংলার গ্রামে, শহরে, পথে প্রান্তরে , ফসলের মাঠ নদীতীরে
বইয়ের পাতায় কোমল মতিরা স্বপ্ন গড়োক, মন খুলে প্রাণের দ্বারে।
স্থান নিয়ে তর্কবিতর্ক চলতেই পারে, হোক মেলা ছোট্ট কোন জায়গা জুড়ে
তবু বইয়ের ঘ্রাণে ভরে উঠুক হৃদয়, জ্ঞানের পথে নিয়ে যাক আমাদেরে
পশ্চিমে, পূর্বে, উত্তরে, দক্ষিণে,
বই মেলা এসে ছুঁয়ে যাক গাছের ছায়ায় সবুজ বাংলার জমিনে ।
শুধু মেলা নয়, পাঠ চাই প্রতিটি দিন,
প্রতিটি সন্ধ্যার আবাহনে
যেখানে পাঠক, সেখানেই মেলা,
বইয়ের গন্ধে জীবন লভুক বেহালায় রোমাঞ্চিত মনে।
বই পড়ার সাধনাটাই হোক আমাদের মূল আরাদ্ধ পাঠশালা,
পাঠের আলোই গড়বে মানুষের আশা, যেখানেই হোক মেলা
স্থানের লড়াই চলে চলুক, মনের মেলাতে জ্ঞান দিক ধরা
বইয়ের বন্ধনে গাঁথা থাকুক সবুজ বাংলার প্রতিটি পাড়া ।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:০১