স্বপ্নবাসরে প্রেমাস্পদকে হৃদয়ে ধরতে যারা চায়
শূন্য আকাশে বাহু মেলে দুঃখই শুধু তারা পায়
এ হেন যাতনা দেখে দেবতারো আঁখি হয় সজল
মুক্তার মত অশ্রু তাদের ঝরি ঝরি পড়ে কেবল।
ঝরে পড়া সেই মুক্তাসম অশ্রুবিন্দুর মাঝে
স্বপনচারিণী প্রিয়াকে তারা পায় যেন খুঁজে
প্রিয়া সেথায় নীরবে বসে আছে ভেবে মনে
শয্যা ছেড়ে লাফিয়ে ওঠে বাঁধতে আলিঙ্গনে ।
নিষ্ফলা স্বপ্ন টুটে গেলে দীর্ঘ রজনী ব্যর্থতায় কাটে
সারা রাত ধরে পাগল-করা সন্তাপে বক্ষ তাদের ফাটে
জানে কামনা তাদের অতি দুর্লভ প্রাপ্তির আশা নাই
হৃদয়ে তাদের বিপুল অপ্রাপ্তি-বেদনা চক্র বহে তাই।
নিরুপায় হয়ে একাকী থাকে শুধু নিজেরে লয়ে
বলে আমার দুঃখ গুলি নিয়ে থাক প্রিয় তুমি সয়ে
যেথা বেশি সুখ, দুখ ততোধিক,সুখদুখ চিরস্থায়ী নয়
চাকার মত চারিধারে ঘোরে বলে তারা দুটিতে্ই রয় ।
ছবিসুত্র : অন্তর্জাল হতে সংগৃহীত
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫০