somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পূর্বাচলে উচ্চবিত্তের ১৪২ তলার আকাশ চুম্বী স্বপ্ন :: পাশের গায়ে দরিত্র তাঁতী প্রজন্মের স্বপ্ন: একটি ছোট্ট তাঁত পল্লী

২৪ শে জুন, ২০১৬ রাত ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাজধানী ঢাকার অদূরে পূর্বাচলে প্রস্তাবিত দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ ১৪২ তলা ‘আইকনিক টাওয়ার’ নির্মাণের প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী এ কথা জানান। প্রকল্পটির প্রাথমিক বিনিয়োগ ব্যয় ১.২৭ বিলিয়ন ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় দশ হাজার কোটি টাকা । এবছর থেকেই অআন্তজাতিক দরপত্র আহ্নবানের মাধ্যমে এর নির্মাণ কাজ শুরুর জন্য নির্ধারিত বলে জানা যায় । ১৪২ তলা এই টাওয়ারের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এই ভবনের দিকে তাকালে মুক্তিযুদ্ধের কথা মনে পড়বে এটি নির্মাণ সম্পন্ন হলে দুইপাশ থেকেই ’৭১ লেখা ফুটে উঠবে (ভোরের কাগজ, অনলাইন তারিখ: ২২/০৬/২০১৬) তবে ডান দিকে তাকালে কি দেখা যাবে সেটা কিন্তু কোথাও বলা হয়নি । তাই একটু দুরে ডানদিকে তারাবো তাঁতী এলাকার তাঁতী প্রন্মের শিশুটির চোখে কি স্বপ্ন সেটা একটু পরেই আমরা দেখব । এর মধ্যে একটু দেখে নিই ১৪২ তলায় কি আছে ।

১৪২ তলা বিশিস্ট আইকন ভবনটির উচ্চতা হবে ৭৩৪ মিটার বা ২৪০৮ ফুট । এর সাথে যুক্ত হবে অআরো বেশ কিছু সুউচ্চ , বহুতল বানিজ্যিক ভবনও মিনার। এটা হবে বিশ্বের তৃতীয় উচ্চতম ভবন, শুধুমাত্র জেদ্দা টাওয়ার দুবাই এর বুর্জ খলিফা টাওয়ার এর পিছনে থাকবে । প্রকল্পের উদ্দেশ্য ঢাকাকে দক্ষিণ এশিয়ায় বাণিজ্যের কেন্দ্র ( হাব) হিসেবে পরিনত করা । প্রকল্প সমালোচকদের নিকট থেকে উচ্চ প্রশংসা পেয়েছে বলে দাবী করা হয়েছে এবং এটা নাকি জাতির উন্নয়ন কে বিশ্বের বুকে প্রতিকায়িত করবে ।
প্রকল্পটির জন্য প্রথম প্রস্তবনা আসে মার্কিন যুক্তরাস্ট ভিত্তিক KPC গ্রূপ এর মাধ্যমে । পর বর্তীতে অর্থ মন্রী মহোদয়ের অকুণ্ঠ সমর্থন নিয়ে প্রকল্পটি দিনের আলো দেখার পথে এগিয়ে চলে দুর্বার গতিতে ।

প্রথমে প্রকল্পটির জন্য প্রস্তাবকারী কোম্পানী পুর্বাচলে ১০০ একর ভুমির প্লট চেয়ে ছিল পরে তা কমিয়ে ৬০ একরে নামিয়ে নিয়ে আসা হয় । প্রকল্পটির বিস্তারিত লাভ ক্ষতির বিশ্লেশণ করা এ লিখাটির উদ্দেশ্য নয় । উদ্দেশ্য হলো প্রায় সমপরমাণ টাকায় আর কি গুরুত্বপুর্ণ কাজ করা যায় সে সম্পর্কে একটু আলোকপাত করা ।

১৪২ তলা প্রকল্পটির একটু বিবরণ দেয়া হল প্রাসংগিক কারণে । এধরণের একটি বিশাল বহুতল বানিজ্যিক ভবন নির্ম্ণের জন্য যে সমস্ত লোভনীয় , আকর্ষণীয় তথ্য যেমনভা্বে বিদেশী বিনিয়োগ কারীদের কাছে তোলা ধরা হয় এবং তাতে অর্থ মন্ত্রী যে রকম অকুণ্ঠ কার্যকরী সমর্থন দেন তার ছিটে ফুটাও যদি দেশের অবহেলিত ধংসের দোরগোড়ায় উপনিত তাঁত শিল্প , তাঁতী , নদী ভাংগন কবলিত নিশ্ব রিক্ত পথে পথে ভাসমান লক্ষ লক্ষ মানুষের করুন পরিনতির কথা ভেবে তাদের জন্য করণীয় প্রকল্পের লোভনীয় প্রস্তাবনা বিশ্ব দরবার তুলে ধরতেন তাহলে হয়ত বা অনেকেই বিনিয়োগ কিংবা মানবতার সাহায্য নিয়ে এগিয়ে আসতেন ।

জানিনা আমার প্রম্তাবিত বিষয়ে তাঁদের কি দৃস্টি ভংগী । তবে জানেন যে দেশের তাঁত শিল্প ঐতিয্যগত ভাবেই একটি পারিবারিক কুটির শিল্প । একটি তাঁতে বলতে গেলে পরিবারের সকল সদস্যই কাজ করেন। কাজ করতে হয় সুতা পাকানো, রংকরা , মাকুতে ভরা , টানা দেয়া , কাপর বুনা নানাবিধ কাজ । তাঁত শিল্পের অতীত ঐতিয্য, বর্তমান দুরাবস্তা ও ভবিষ্যত অপার সম্ভাবনা ও এর আর্থ সামাজিক দিকগুলি যদি আমরা দেশী বিদেশী উপযুক্ত কতৃপক্ষের কাছে তুলে ধরতে পারি তাহলে মার্কিন যুক্তরাস্টের বাংলাদেশী বংশোদ্ধত KPC Group এর মত অনেকেই হয়ত এগিয়ে আসবেন একটা উপযুক্ত প্রকল্প প্রস্তাবনা নিয়ে ।

এই লক্ষ সামনে নিয়ে দেশী বিদেশী বিনিয়োগকারী , ও আন্তর্জাতিক দাতা সংস্থার জন্য প্রয়োজনীয় তথ্যমালা সন্নিবেশিত করে Ending extreme poverty through establishment of integrated Tant Polli শির্ষক একটি প্রকল্প প্রস্তবনার সার সংক্ষেপ এই সামুর পতায় মেলে ধরা হল । প্রকল্প প্রস্তাবনাটি যেহেতু দেশী বিদেশী সকল পর্যায়ের বিনিয়োগকারী ও আন্তর্জাতিক দাতা সংস্থার দৃস্টি আকর্ষণের নিমিত্ত তাই মুল প্রস্তাবনাটি ইংরেজীতে দেয়া হল ।

এখনে বাংলায় ছোট্ট করে একটি সার সংক্ষেপ দেয়া হল :

প্রকল্প বিররণ :
ক) প্রকল্প নাম : তাঁতীদের দারিত্রতা নির্মুলের লক্ষ্যে সমন্বিত তাঁত পল্লী
খ) প্রকলপ ব্যয় : ৯৫৮৫ কোটি টাকা
গ) বাস্তবায়ন : পাবলিক প্রাইভেট পারটনার শীপ
ঘ) দেশের ৩০০ তাঁত নিবীড় এলাকায় ৩০০ তাঁত পল্লী স্থাপন
ঙ) মোট ১.৫০ লক্ষ হত দরিদ্র ও নদী ভাংগন কবলিত সহায় সম্বলহীন পরিবারের পুর্ণবাসন
চ) মোট ৬.০০ লক্ষ তাঁতীর প্রত্যক্ষ পুর্ণ কর্ম সংস্থান
ছ) বাৎসরিক প্রায় ৭৪ কোটি মিটার অতিরিক্ত তাঁত বস্র উৎপাদন
জ) প্রায় ৫০০০ কোটি টকার বাৎসরিক মুল্য সংযোজন

প্রস্তাবিত প্রকল্পটির একটু সংক্ষিপ্ত রূপরেখা দেখা যাক :


১) দেশের তাঁত নিবীড় এলাকায় ৩০০ টি সমন্বিত তাঁত পল্লী স্থাপন
২) তাঁত পল্লিতে বহঁতলা বিশিস্ট আবাসিক ভবন , নির্মান, রাস্তা , পানি, বিদ্যুত গ্যাস ও নাগরিক সুযোগ সুবিধা দেয়া ( বিস্তারিত নীচের project proposal এ চিত্র সহ দেখা যেতে পারে ) ।
৩) তাঁত পল্লীতে কমন তাঁত শেড নির্মাণ এবং সেগুলিতে তাঁত, তাঁত সহায়ক যন্ত্রপাতি , সুতা ও বস্র প্রক্রিয়াকরণ সুবিধাদির ব্যবস্থা করা ।
৪) প্রতিটি তাঁত পল্লিতে ১০ টি করে তাঁত শেড থাকবে । পতিটি শেডে থাকবে ১০০টি করে তাঁত স্থাপন । ১০ টি তাঁত শেডে মোট ১০০০ টি তাঁত থাকবে । এতে করে একটি তাঁত পল্লিতে মোট ৩০০০ তাঁত শ্রমিকের পুর্ণ কর্ম সংস্থান হিসাবে মোট ৬. ০ লক্ষ তাঁতীর পুর্ণ কর্ম সংস্থান হবে ( তাঁত প্রতি ২ জন করে , পরোক্ষ কর্মসংস্থান বিবেচনায় নিলে এ সংখ্যা প্রায় দ্বিগুণ হবে ) ।
৪) তাঁত শেডের উৎপাদন ব্যবস্থাপনা উৎসাহী বেসরকারী উদ্যোক্তাদের কাছে প্রতিযোগীতামূলক দরপত্রের মাধ্য়মে কিংবা সমবায় ভিত্তিতে তাঁতীদের কাছে ন্যস্ত করা যেতে পারে ।
৫) ব্যাংক লোনের মাধ্যমে উদ্যোক্তাদেরকে সহায়তা করতে হবে এবং এ লক্ষ্যে একটি সিড মানি প্রকল্পের মাধ্যমে সংগ্রহ করে ব্যাংক এর কাছে প্রদান পুর্বক তাদেরকে ঋণদান কর্মসুচীতে সহায়তা করা যেতে পারে ।
৬) প্রকল্পের আওতায় বাংলাদেশের নদী ভাংগন কবলিত সহায় সম্বলহীন হত দরিদ্র মানুষ এবং বাপ দাদার ভিটামাটি ও পেশা ছেড়ে যাওয়া হতদরিদ্র দক্ষ ও আধা দক্ষ তাঁতীদেরকে তাদের পৈত্রিক পেশায় পুর্ণবাসন করা ।
৭) প্রকল্পের আওতায় নদী ভাংগন কবলিত নিশ্ব সহায় সম্বলহীন পরিবারকে পুর্ণবাসিত ও সংগঠিত করে তাঁত শিল্পের উৎপাদন ও বুনন উপযোগী উপযুক্ত স্বল্পকালীন প্রশিক্ষন দিয়ে দক্ষ তাঁতী হিসাবে পরিনত করা । সেখানে তাদের কে একটি কমন তাঁত শেডে কাজের সুযোগ করে দিয়ে পুর্ণ কর্মসংস্থানের সুযোগ দেয়া । প্রকল্প সংলগ্ন স্থানে প্রতি পরিবারকে এক খন্ড ভুমি বরাদ্ধ দিয়ে সেখানে তাদের বসবাস , ও খোলা জায়গায় তরিতরকারী , হাস মুরগি লালন পালনের সুবিধা দেয়া ।
৮) প্রকল্পের আওতায় মাত্র ২ বছর সময়ের মধ্যেই ৩০০,০০০ হত দরিত্র তাঁতী ও নদী ভাংগন কবলিত নিশ্ব সহায় সম্বলহীন পরিবারকে পুর্ণবাসিত করা সম্ভব হবে ।
৯) প্রতি বছর উৎপাদিত হবে অতিরিক্ত প্রায় ৭৪ কোটি মিটার বস্র যার মুল্যমান প্রায় ১০০০০ কোটি টাকার মত ।
১০) প্রকল্প এলাকার আশেপাশের সকল রাস্তার পাশে নদীর তীরে , বেরী বাধের পাশে এবং প্লটের খালি আঙগিনায় তুঁত গাছ চাষের ব্যবস্থা করা । তুঁত গাছ থেকে সংগৃহীত পাতা তাঁত পল্লীতে বসবাসরত জনবলের সাহায্যে বিভিন্ন পক্রিয়ায় খাটি রেশম সুতা তৈরী পুর্বক হস্ত চালিত তাঁতে অধিক মুল্য সংযোজন সক্ষম উন্নত মানের রেশম বস্ত্র তৈরী করা । দারিদ্রতা নিরসন যেহেতু একটি বৈশ্বিক প্রচেষ্টা তাই এখানকার উৎপাদিত খাটি প্রাকৃতিক রেশম বস্ত্র উন্নত দেশে বাজারজাত করণের ব্যবস্থা করা । মুল্যবান খাটি রেশম বস্ত্রের চাহিদা রয়েছে ঘরে বাইরে সর্বত্রই ।

দশ হাজার কোটি টাকা দিয়ে সমাজের উচু তলার লোকদের জন্য বিশ্বের সর্বোচ্য দালান নির্মিত হোক এবং তাতে অর্থমন্ত্রীর অকুন্ঠ সমর্থন থাকুক তাতে আমাদের কোন আপত্তি নেই । কিন্তু তার মত আর আর সকলের প্রতি অনোরোধ থাকল অবহেলিত তাঁতী ও নদী ভাংগন কবলিত ছিন্নমূলদের প্রতি একই রূপ নজর দিন ।
মার্কিন মুল্লুক হতে জানাশুনা উদ্যোক্তা ধরে নিয়ে নিয়ে আসুন পরম মমতা দিয়ে । দোহাই মাননীয় মন্দ্রী মহোদয় প্রকল্পটিকে রাবিস বলবেন না , একে খুশ নছিব বলে গন্য করলে ভাল ফল পেতে পারেন ।

Project proposal
Project title: Ending extreme poverty through establishment of integrated Tant Polli
Project background
Thousands of hand looms in Bangladesh have become vulnerable for survival in the last few years. The centuries-old art of weaving is dying a slow death because weavers are unable to make ends meet. Realising the fate of thousands of weavers across the country, many quarters are calling for government intervention to help save the valuable Bangladeshi hand loom tradition that is presently endangered. The government of Bangladesh is also consistently pursuing to bring about improvement in the productivity and marketing of hand loom sector, still it can be seen that weavers are facing severe livelihood crisis and are facing challenges of gradual extinction. It has been proved that the hand loom weavers are vulnerable to switch to any other profession when they left their age old ancestral weaving profession. The situation is even aggravated when river bank erosion affected hand loom weavers are added to the scenario.
The river bank erosion is itself an endemic and recurrent natural hazard in Bangladesh .The degree of economic loss and vulnerability of population due to river bank erosion is seen as one of the major causes for national poverty . About 1 million people are directly affected each year by river bank erosion in the country. The total monetary loss is estimated to be approximately $500 million a year. An estimated 300000 displaced persons usually take shelter on road, embankment and government requisioned land. River bank erosion causes setback for village agriculture. Along with homestead settlements, it erodes farm land, infrastructure and the communication system. The effected people lose all their assets and means of livelihood. They are thus forced to migrate to urban areas. A survey conducted in two city slum areas in Dhaka city (capital city of Bangladesh) revealed that about 30% of the city slum dwellers are coming from major river bank erosion areas around the river Ganges, Padma and Megna and their estuaries. The displacement caused by erosion also involves the whole family. A large portion of them remain unemployed due to lack of work opportunities. Thus it needs to create work opportunity for them. The easy way to create work opportunity for them is to engage them in the rural based agricultural farming. But it is very costly to provide them required size of farm land due to dearth of farm land.


They need to be rehabilitated in most cost effective way in manufacturing rather than farming occupation due to paucity of farm land. The pre and post weaving handloom activities are the most cost effective cottage based manufacturing industries in Bangladesh. A handloom unit with one or two loom can provide full time employment for about three people with scope to work all the family members. Thus it is considered that establishment of integrated handloom polli (village) adjacent to loom concentrated areas will help in boosting handloom industry enabling about 1.25 lakh idle looms into operation. The river bank erosion affected people can easily be rehabilitated in to these handloom Polli if they can be provided with basic training on handloom weaving as well as housing facilities This will help to protect mass scale migration of river bank erosion as well as severe flood affected people and also to push back city slum dwellers to the proposed handloom polli .

Based on the above problem statement side by side the immense potentiality of boosting handloom industries with a component of rehabiliting the riverbank erosion effected people , a project proposal titled ‘Integrated Handloom Polli’ for establishing 40 handloom Polli in all the loom concentrated areas are designed . It is expected that the impact of the innovative venture will help to find out ways for solving big problems and can be replicated to all other areas of the country.
Project Location : 300 handloom concentrated area of the country.
Project aim:
Ending Extreme poverty for the people affected by riverbank erosion and facing extinction from ancestral handloom weaving profession.
Target people:
People affected by river bank erosion and handloom weaver who are now at the verge of extinction from their ancestral weaving profession.

Project design
Organisation of productive resources
1. People :Organising and bringing up the affected people under the project activities
2. Building of required physical and technical infrastructure
3. Providing productive equipments and tools
4. Providing required technical services
A : At individual levels
1 Providing facilities for increase skills and knowledge ( linking them to appropriate training programme)
2 Providing basic education and health care services ( linking them to education health clinics)
B: At System Level
1 Building human capacity ( Through providing skill development training)
2 Providing vibrant marketing facilities ( providing expertise services for procurement of inputs and marketing of outputs)
3 Making availability of modern infrastructure ( roads, electricity, gas, water, sanitation) ,
4 Maintain peace and social justice
5 Maintaining safety nets and transfers

Diagram of conceptual framework for extreme poverty alleviation


Total estimated cost : TK 9705 crore ( About 1.22 bn Dollar)
Project implementation: To be implemented under Public –Private participation
Sponsoring organisation : Ministry of Jute and Textiles
Salient features of the Integrated Handloom Polli


• Provision of highway connectivity of the Tant Polli
• Nearness to growth centre/Urban areas/existing handloom establishment network
• Provision of factory sheds for handloom operation
• Provision of residential buildings for the target people for rehabilitation
• Industrial and dwelling friendly infrastructure
• Allotment of plots for growing vegetables either in the courtyard or in separate plot.
• Built to suit and customized construction
• Financial guidance to the prospective handloom entrepreneurs for coming forward to the venture.
• All solutions under one roof
• Assured return on investment
• Assistance in getting government subsidies for running and operation of the production units
• Assistance in getting project finance through equity participation and providing state guarantee to
commercial banking and other financial institutions.
• Assistance in getting all the required government approvals
• Assistance in procurement of required production inputs
• Assistance in providing required domestic and export marketing services
• Assistance in undertaking market promotion and advertising campaigns.

Main component wise project Implementation and management framework:





Overall impact of the project to the national economy

1. Creation of direct new employment : 600, 000
2. Number of vulnerable people rehabilitation: 1.50 million
3. Contribution to Additional fabrics production per year : 740 million metres
4. Value addition per year : TK 5000 crore ( USD 0.63 bn)

সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২০ ভোর ৬:২১
৩৭৫ বার পঠিত
৪৪টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভিসা বন্ধ করায় ভারতকে ধন্যবাদ।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৩



ভারত ইদানীং ভিসা দিচ্ছেনা; তারা ভিসা না দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে চায়! তাদের করদ রাজ্য হাতছাড় হওয়া খুবই নাখোশ, এতোই নাখোশ যে মোদী মিডিয়া দিনরাত বয়ান দিচ্ছে এই দেশে... ...বাকিটুকু পড়ুন

ভারতের চিকিৎসা বয়কট এবং

লিখেছেন পবন সরকার, ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৫৬


ভারতের এক হাসপাতাল ঘোষণা দিয়েছে বাংলাদেশের কোন রুগিকে তারা চিকিৎসা দিবে না। কিন্তু মজার ব্যাপার হলো যে হাসপাতাল থেকে এই ঘোষণা দেয়া হয়েছে সেই হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল দেশ

লিখেছেন শাহ আজিজ, ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৩






চামচা পুঁজিবাদ থেকে দেশ চোরতন্ত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা মিলে চোরতন্ত্র করেছে।

সোমবার... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে তবে............

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪২


শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের জন্য ভারতের কাছে ফেরত চাইতে হলে অবশ্যই বাংলাদেশকে প্রতিহিংসামূলক বিচারপদ্ধতি বাদ দিতে হবে। বিচারে শেখ হাসিনা যাতে ন্যায় বিচার পান বাংলাদেশকে আগে তা নিশ্চয়তা... ...বাকিটুকু পড়ুন

ভারত সোনার ডিম পাড়া হাঁস হারিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫২



শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র-অপপ্রচার করছেন। ভারত চাচ্ছে বাংলাদেশে একটি অশান্তি হোক। কারণ ভারত একটি মসনদ হারিয়েছে। সোনার ডিম পাড়া হাঁস হারিয়েছে।

আওয়ামী লীগ প্রতিদিন একটি সোনার ডিম পেড়ে নরেন্দ্র... ...বাকিটুকু পড়ুন

×